নিজস্ব প্রতিবেদন : সূরার প্রতি মানুষের কতটা আসক্তি গতবছর লকডাউন চলাকালীন সময় কাল থেকেই টের পাওয়া গিয়েছিল। দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় মানুষ হন্যে হয়ে তা খুঁজছিলেন। আর যেদিন থেকে এই মদের দোকান খোলার অনুমতি মেলে সেদিন থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দোকানের সামনে। এমত অবস্থায় দেশে কত সংখ্যক মানুষ মদ পান করে থাকেন তা নিয়ে একটি যৌথ সমীক্ষা চালিয়েছে ICRIER ও আইনি পরামর্শদাতা সংস্থা পিএলআর চেম্বার্স।
সেই সমীক্ষা থেকে উঠে এসেছে দেশের প্রতিটি রাজ্যের কত মানুষ মদ পান করে থাকেন। এই তালিকা অনুযায়ী রেকর্ড গড়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পাশাপাশি রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গও। সমীক্ষা অনুযায়ী দেশের মধ্যে সবথেকে বেশি মানুষ মদ পান করে থাকেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। আর এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ মদ পান করে থাকেন বলে সমীক্ষায় তুলে ধরা হয়েছে। যার কারণ হিসেবে এই বিভাগ থেকে বিপুল পরিমাণ রাজস্ব উঠে আসে।
সমীক্ষায় বলা হয়েছে, শীর্ষ তিনটি কর বাবদ যে টাকা অর্থাৎ রাজস্ব আদায় করা হয়ে থাকে তার মধ্যে মদ হলো একটি অন্যতম। সম্প্রতি লকডাউনের পর থেকে মদের দাম পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে বিক্রি কিছুটা কমেছে ফরেন লিকারের। তবে তা হলেও সূরা পানের ক্ষেত্রে বিরতি নেই আমাদের রাজ্যে।
প্রসঙ্গত, বর্তমানে যেভাবে ভারতে তৈরি ফরেন লিকারের দাম পরিবর্তন করা হয়েছে তা গত এক বছরের তুলনায় বেড়েছে দ্বিগুণ। এই মূল্যবৃদ্ধির কারণে বিশেষজ্ঞরা অনেকেই মনে করছিলেন মদ খাওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা বিরতি হতে পারে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নামমাত্র মদ বিক্রি কমেছে এই দাম বৃদ্ধির ফলে।