শহর জুড়ে এখন শীতের মরশুম। বড়দিনের আর বেশি বাকি নেই। ২৫শে ডিসেম্বরের আগে সাজতে হবে শহরকে। তাই এখন ক্রিসমাসের প্রস্তুতি তুঙ্গে। আর আমাদের বড় দিন মানেই চার্চে যাওয়া, কেক-মিষ্টি-কুকিজ খাওয়া, সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করা। আর সেই সঙ্গে নানান নতুন নতুন খাবারের সঙ্গে পরিচিতি ঘটানো। তার সঙ্গে চলে পিকনিকও।
বড়ো দিনে অনেকই আজকাল ক্রিসমাস পার্টি আয়োজন করে থাকেন। আর এইবার প্রাক বড় দিন পার্টির আয়োজন করে তাক লাগালেন শ্রেয়া পাণ্ডে। যিনি আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা। সেই পার্টিতেই আমন্ত্রিত ছিলেন ছিলেন তাবড় তাবড় তারকারা। যার মধ্যে ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তীও। তারা তাদের ছোটো ইউভানকে নিয়ে ওই পার্টিতে পৌঁছে যান। আর সেখানে গিয়ে নানান খেলায়, নাচে, গানে মেতে ওঠে রাজপুত্র। আর সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি, ভিডিও শেয়ার করেন শুভশ্রী।
ইউভান কিছু করলেই সেটা সোশ্যাল মিডিয়ায় হয় ভাইরাল, সে খবর সকলেরই জানা। কিছুদিন আগেই ছেলেকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যান শুভশ্রী। আর যথারীতি সেই খবরও হয়েছিল ভীষণ ভাইরাল। আসলে ইউভানের প্লে-স্কুলের তরফ থেকে ওই ট্রিপ টি আয়োজন করা হয়েছিল। আর প্রথমবার সে বাঘ, সিংহ দেখে বেজায় উৎসাহিত হয়ে যায়। ইউভান তার মায়ের সঙ্গে যে অসাধারণ সময় কাটিয়েছিল তা তার মায়ের ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়।
শুভশ্রী যে এক অসাধারণ মা এর পাশাপাশি দারুন অভিনেত্রী সে কথা বলার অপেক্ষা রাখে না। কারণ পরিণীতা’, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লা’-এর মতো ছবিতে অভিনয় করে সে কথা প্রমাণ করে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ছবিতে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে অভিনেত্রীকে। এরই মধ্যে আবার এক নতুন সংবাদ জানিয়েছেন নায়িকা। গতানুগতিক চরিত্রের বাইরে তাঁকে এবার দেখা যাবে প্রযোজনা করতে। এবার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।
ইউভানের বাবা রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম সফল ছবি ‘প্রলয়’। এবার তিনি হাজির হচ্ছেন ‘আবার প্রলয়’ নামের নতুন ছবি নিয়ে। প্রধান চরিত্রে দেখা যাবে এবার শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীকে। কিন্তু এবার আর বড় পর্দা নয়, সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। জি ফাইভে দেখা যাবে ‘আবার প্রলয়’। এই প্রথম ওটিটির জন্য সিরিজ বানাবেন রাজ, আর সেই ছবি প্রযোজনা করবেন তার স্ত্রী শুভশ্রী। আশা করাই যায় আগামী বছর এই দম্পতি ও দর্শকদের জন্য ভালই যাবে।