‘করোনার মত গোপনে গোপনে অ্যাপোয়েন্টমেন্ট দিয়েছে’, নিয়োগ নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ‘যিনি শিল্পকে ডগে তুলেছেন, তাকে করা হলো শিক্ষা মন্ত্রী। করোনার মত গোপনে গোপনে অ্যাপোয়েন্টমেন্ট দিয়েছেন। পশ্চিমবাংলার বেকারদের সর্বনাশ করে দিয়েছে।’ নিয়োগ প্রক্রিয়া নিয়ে শাসক দল তৃণমূলকে খোঁচা শুভেন্দু অধিকারীর।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার তমলুকে বিজেপির সভা থেকে এই ভাবেই চাঁচাছোলা আক্রমণ করতে দেখা গেল তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এদিন বিজেপির এই সভা থেকে তিনি তৃণমূল সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “একটাও বেকারের চাকরি হবে না। যা জমি নীতি তাতে একটাও শিল্প হবে না। কোথাও কিছু করতে পারবেন না।”

Advertisements

শুভেন্দু অধিকারী এদিন বক্তব্য রাখার শুরু থেকেই তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব তার আক্রমণের কেন্দ্রবিন্দু হন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই বলেন, “বামফ্রন্টের সময় জেলা প্রার্থমিক সংসদ হয়েছিল। জেলার যা ভ্যাকেন্সি জেলাতে নিয়োগ হবে। ব্রাত্য বাবুর সময় পর্যন্ত ছিল। ব্রাত্য বাবুকে ছড়িয়ে দিল। সরিয়ে শিল্পকে যিনি ডগে তুলেছেন তাকে শিক্ষা মন্ত্রী করলেন। তিনি সমস্ত ডিপিএসসি তুলে নিয়ে গিয়ে রাজ্যে নিয়ে গেছেন। জেলায় জেলায় ডিপিএসসি তুলেছে এই শিক্ষা মন্ত্রী। সব নিয়ে গেছে সেন্ট্রালে।”

এসএসসি প্রসঙ্গে বলেন, “এসএসসির পাঁচটা রিজন ছিল। সেই পাঁচটা রিজনকে তুলে নিয়ে গিয়েছেন বিকাশ ভবনে। করোনার মত গোপনে গোপনে অ্যাপয়নমেন্ট দিয়েছেন। মেসেজ করে অ্যাপোয়েন্টমেন্ট কোন দিন হতো না। পশ্চিমবাংলার বেকারদের সর্বনাশ করে দিয়েছে। এদেরকে যদি না তারা একটা বেকার চাকরি পাবেন না।”

Advertisements