নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ জল্পনার পর অবশেষে শুক্রবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার জন্য ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে পাঠিয়ে দিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জল যে ভালো দিকে গড়াচ্ছে না তা মোটামুটি গত সোমবারই পরিষ্কার হয়ে গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে। মন্ত্রিত্বে থাকার জন্য তিনি যে জেড ক্যাটাগরীর সিকিউরিটি পেয়েছিলেন তা প্রথমেই ছেড়ে দেন। পরে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফর সেরে কলকাতায় ফিরতেই HRBC-এর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। আর একের পর এক এইসব পদত্যাগ দেখেই জল্পনা আরও ঘনীভূত হতে শুরু করে। অবশেষে এই সকল জল্পনার অবসান ঘটলো শুক্রবার।
শুক্রবার ইস্তফাপত্র দিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, তিনি রাজ্য সরকারের মন্ত্রিত্ব এবং সরকারের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। তৃণমূলের অন্যতম এই দাপুটে নেতার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার পর দলত্যাগের সম্ভাবনা নিয়ে উৎকণ্ঠা শুরু হয়েছে অনেকের মধ্যেই।
https://twitter.com/jdhankhar1/status/1332235107776614400?s=19
তৃণমূল দলের প্রথম সারির নেতা থেকে শুরু করে নিচু তলার বহু কর্মীও এখন মনে করছেন, শুভেন্দু অধিকারীর এখন দলত্যাগ সময়ের অপেক্ষা। তবে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর এখন তিনি সেই পথেই হাঁটেন কিনা তাই এখন দেখার।