নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে শুভেন্দু, রইলো বিজেপির প্রথম দু’দফার প্রার্থী তালিকা

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার থেকে শোনা যাচ্ছিল মোদির ব্রিগেডের আগে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে না। তবে আচমকা বিজেপির তরফ থেকে শনিবার সন্ধ্যায় চমক দিয়ে প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। বিজেপির তরফ থেকে মোট ৫৭ জনের নাম ঘোষণা করা হয়, বাকি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপির শরিক দল। উল্লেখযোগ্য ভাবে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রতিদ্বন্ধিতায় নামছেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।

পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বিজেপি প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে প্রার্থী করেছেন তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তারা দু’জনে একে অপরের বিরুদ্ধে সম্মুখ সমরে ডেবরা বিধানসভা কেন্দ্রে।

এছাড়াও প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন সদ্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আসা নেতা। প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন অন্যান্য দল ত্যাগ করে আসা নেতারাও। জোট সঙ্গীদের মধ্যে একটি আসন ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের জন্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

প্রথম দফা ভোটের বিজেপির প্রার্থী তালিকা

প্রথম দু’দফা প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ময়না বিধানসভা কেন্দ্র থেকে। এই বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন তা নিয়ে আগেই জল্পনা তৈরি হয়েছিল।

বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপসী মন্ডল প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন। তিনি হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।