জানা গিয়েছে, চলতি মাসের ৩১ তারিখের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্টের (Demat Account) ক্ষেত্রে নমিনির কাজ শেষ করতে হবে। যদি এই সময়ের মধ্যে বিনিয়োগকারীরা নমিনেশনের কাজ শেষ না করেন, সেক্ষেত্রে তাঁরা ট্রেডিং করতে পারবেন না। কারণ তারপর এই অ্যাকাউন্টগুলি ফ্রোজেন তথা বন্ধ হয়ে যাবে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account)।
জানা গিয়েছে, প্রাথমিকভাবে ২০২২ সালের মার্চের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্টের (Demat Account) নমিনেশনের কাজ করতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ক্যাপিটাল মার্কেটের নিয়ন্ত্রক সেবির (Securities and Exchange Board of India) পক্ষ থেকে নমিনেশনের সময়সীমা এক বছর বাড়ানো হয়। মূলত বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিক্রিয়া নেওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করে নিয়ন্ত্রক।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) এর মতে, একজন নমিনি যোগ করা ঐচ্ছিক বিষয় ছিল অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য যারা জুলাই ২০২১-এর আগে একজন নমিনি যোগ করেছেন। তবে এখন যদি কাজটি সময়সীমার আগে শেষ না হয়, তাহলে অ্যাকাউন্টটি ফ্রিজ করা হবে এবং বিনিয়োগকারী স্টক মার্কেটে শেয়ার লেনদেন করতে পারবেন না।
তবে একটি ডিম্যাট অ্যাকাউন্টে একজন মনোনীত ব্যক্তিকে যোগ করা একটি সহজ প্রক্রিয়া। যা আপনি খুব সহজেই অনলাইনে সম্পন্ন করতে পারবেন। একজন নমিনি যোগ করতে, https://eservices.nsdl.com/instademat-kyc-nomination/#/login এ যান এবং ডিপি আইডি, ক্লায়েন্ট আইডি, প্যান নম্বর এবং মোবাইল নম্বর লিখুন। মনোনীত ব্যক্তির নাম অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্টে যোগ করতে হবে এবং মনোনয়ন নিশ্চিত করতে বিনিয়োগকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আর এরপর নমিনি বেছে নেওয়া ব্যক্তির নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে। তারপর ৪৮ ঘণ্টার মধ্যে তা অ্যাকাউন্টে যুক্ত করা হবে।
২০২১ সালের জুলাই মাসে সেবি সমস্ত ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্টের নমিনেশন বেছে নিতে বলেছিল। তবে ২০২১ সালের জুলাই মাসের আগে যাঁরা নমিনেশন জমা করেছেন, তাঁদের ক্ষেত্রে এটি অপশনাল। কিন্তু যে বিনিয়োগকারীরা এখনও পর্যন্ত নমিনির তথ্য জমা দেননি তাঁরা স্টক ব্রোকার অথবা ডিপোজিটরি অংশগ্রহণকারীদের ট্রেডিং প্ল্যাটফর্মে ‘Two-factor Authentication’ লগইনের মাধ্যমে এই কাজ সারতে পারবেন।