Ration: রেশন নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের! স্লিপে লিখতে হবে চাল-গমের ভর্তুকির পরিমাণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Ration: গরিব-মধ্যবিত্ত-ধনী সব ধরনের মানুষেরই বসবাস রয়েছে ভারতে। কম-বেশি সকল মানুষই নিজেদের মতো খেটে খায়। কিন্তু এমন কিছু কিছু পরিবার রয়েছে যাদের দুবেলা দুমুঠো ঠিকঠাক অন্ন জোটে না। আর সেই সব নিম্নবিত্তদের কথা ভেবেই বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছে সরকার। যেখানে গ্রাহকরা বিনা পয়সায় সম্পূর্ণ রেশন সামগ্রী গ্রহণ করে। এবার সেই রেশন পরিষেবাতেই এক নয়া সিদ্ধান্তের (Ration) ঘোষণা করল কেন্দ্র সরকার। যে ঘোষণাতে বলা হয়েছে, এবার থেকে স্লিপে উল্লেখ করতে হবে চাল-গমের জন্য কত ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে।

Advertisements

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিনামূল্যে রেশন সামগ্রী গ্রহণ করে আসছে গরিব সম্প্রদায়ের ব্যক্তিরা। আর সেই রেশন সামগ্রী গ্রহণের সময় গ্রাহকদের হাতে রেশন সামগ্রীর পাশাপাশি ই-পস মেশিন থেকে বেরিয়ে আসা একটি বিল দেওয়া হয়। যে বিলে লেখা থাকে পরিবারের সদস্য অনুযায়ী কত পরিমাণ চাল-গম দেওয়া হচ্ছে। কিন্তু সেই চাল-গমের কত অর্থ বিলে উল্লেখ থাকে না। তবে এখন থেকে শুধু চাল-গমের পরিমাণ নয়, তার পাশাপাশি প্রতি কেজি খাদ্যশস্যে কত টাকা খরচ হচ্ছে তা লোগো সহকারে স্লিপে উল্লেখ করে দেওয়া হবে গ্রাহকদের হাতে।

Advertisements

সূত্র মারফতে জানা গিয়েছে, চলতি মাস অর্থাৎ নভেম্বর মাস থেকেই স্লিপে উল্লেখিত হবে এই তথ্য। যেখানে লেখা থাকবে সরকার রেশন গ্রাহকদের মাসিক পরিবার পিছু চাল-গমের জন্য কত টাকা ভর্তুকি দিচ্ছে। তবে এক্ষেত্রে যেসব গ্রাহকরা রাজ্য খাদ্য সুরক্ষার আওতাভুক্ত তাদের স্লিপের উপর ‘খাদ্য সাথী’ নাম এবং লোগো ছাপানো থাকবে (Ration)। অন্যদিকে যেসব গ্রাহকরা জাতীয় খাদ্য সুরক্ষার আওতাভুক্ত তাদের স্লিপের উপর ছাপানো থাকবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং জাতীয় খাদ্য সুরক্ষার লোগো।

Advertisements

আরো পড়ুন: লক্ষীর ভান্ডার পাবেন না এই মহিলারা, কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

এই বিষয়ে কেন্দ্র সরকার তরফে এও বলা হয়েছে যে, সামগ্রী সরবরাহ সংক্রান্ত নয়া সিদ্ধান্ত (Ration) মেনে নিয়েছে অন্যান্য রাজ্য। ইতিমধ্যে তারা সেই প্রক্রিয়াও চালু করেছে। কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এই সিদ্ধান্ত মানতে পারেনি। তাই কেন্দ্রীয় সরকার তরফে বাংলার উদ্দেশ্যে বলেছেন খুব শীঘ্রই যেন তারাও এই সিদ্ধান্ত কার্যকর করে। কেন্দ্রের ঘোষণার পরেই এই বিষয়ে মত প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ খাদ্য সরকার। কি বললেন পশ্চিমবঙ্গ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ?

কেন্দ্র সরকারের এই নয়া সিদ্ধান্ত (Ration) প্রসঙ্গে রাজ্য খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার সমস্ত খরচ কেন্দ্র সরকার একা বহন করে না। এক্ষেত্রে রাজ্যকে পরিবহন খরচ, রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটারদের কমিশনের খরচ বহন করতে হয়। শুধু তাই না, RKSY ১ এবং RKSY ২ অন্তর্ভুক্ত রেশন গ্রাহকদের যে খাদ্যশস্য সরবরাহ করা হয় সেখানেও খরচ বহন করতে হয় রাজ্যকে। তাই রাজ্য খাদ্য সুরক্ষা তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা কেন্দ্রের নির্দেশ মানবে। তবে এক্ষেত্রে খাদ্যশস্যের স্লিপে যেমন কেন্দ্রের খতিয়ান খরচ উল্লেখিত থাকবে তেমন উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের খতিয়ানও উল্লেখিত থাকবে স্লিপে।

Advertisements