Success advices: জীবনে সফল হতে চাইলে মানুন রতন টাটার এই ৮টি উপদেশ, ব্যর্থতা কাছেই আসবে না

বর্তমানে ভারতের শিল্পপতিদের মধ্যে সবার প্রথমে নাম আসে রতন টাটার (Ratan Tata)। তিনি যে শুধু ব্যাবসাই করেছেন তাই নয়, তার জনহিতকর কাজ আজ দেশের প্রচুর মানুষকে উপকৃত করেছে। তাই ভারতের জনগণ তাকে বেশ ভালো নজরে দেখে। তার নাম শুনলে মনের মধ্যে তার প্রতি অসীম শ্রদ্ধা ও ভক্তি সঞ্চারিত হয়। টাটা গ্রুপকে বিশ্বের দরবারে বিশিষ্ট স্থান পাইয়ে দেওয়ার মূলে এই ব্যক্তির অবদান অনস্বীকার্য। তিনি সফল জীবনের আটটি উপদেশের (Success advices) কথা বলেছেন।

তিনি পেশাদার জীবনে যথেষ্টই সফল আর ব্যক্তিগত ক্ষেত্রে ততটাই সরল, ভদ্র এবং শান্তশিষ্ট। তবে সফলতা এমনি ধরা দেয়নি, তার জন্য জীবনে কিছু বিষয় অনুসরণ করেই সফলতা লাভ করেছেন তিনি। কিন্তু জানেন কি তার সাফল্যের মন্ত্র (Success advices) কি? আসুন জেনে নেওয়া যাক। রতন টাটা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, মন দিয়ে সত্য ও নিষ্ঠাভাবে এবং পরিশ্রমের সাথে কাজ করলে সফলতা লাভ শুধু সময়ের অপেক্ষা। শুধুমাত্র কঠোর পরিশ্রমই আপনাকে জীবনে সফলতা এনে দিতে পারে।

তার সফলতার মন্ত্র (Success advices) অনুযায়ী জীবনে কিছু করার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে। না ভাবলে পরবর্তী সময়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। জীবনে কোন কিছুতে সফল হলে নিজেকে বড় বলে মনে করবেন না তাহলে ডেকে আনবেন বিপদ। রতন টাটা বলেছেন যে, জীবনে প্রত্যেকের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। সবাইকে সম্মান দেওয়ার মধ্যেই প্রকৃত মানুষ হওয়ার পরিচয় লুকিয়ে থাকে, সে আপনার থেকে বড় হতে পারে আবার ছোটও হতে পারে।

তিনি মনে করেন সবার আগে নিজের প্রতি বিশ্বাস রাখাটা একান্ত প্রয়োজনীয়। জীবনে কোনও কাজই আসলে কঠিন নয়, কিন্তু যতক্ষণ না আপনার নিজের ওপর বিশ্বাস থাকছে ততক্ষণ কিছুই করতে পারবেন না। রতন টাটা বিশ্বাস করেন যে, একা হয়তো আপনি সফলতা পেতে পারবেন। কিন্তু জীবনে বড় সাফল্য এর জন্য আপনাকে মানুষের সঙ্গ নিতেই হবে। রতন টাটা মনে করেন যে, জীবনে সাফল্য তখনই আসবে যখন আপনি নিজের জীবনে শৃঙ্খলা আনবেন। সমস্ত কাজ আপনাকে নির্দিষ্ট সময়মত করতে হবে।

আরও পড়ুন : রতন টাটার মুকুটে নয়া পালক, এই বিশেষ সম্মানে সম্মানিত হলেন জনদরদী শিল্পপতি

এই বিষয়ে রতন টাটা কি বলেছেন জানেন? আপনি যখন কাওকে বিশ্বাস করেন সেই ব্যক্তিও আপনাকে বিশ্বাস করবে। দুজনের মধ্যে সংযোগ স্থাপনের পরেই আপনি নিজের কার্য সিদ্ধি করতে পারেন। রতন টাটার কথায় জীবনে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার শেখার কোনো শেষ নেই। তাই সারাজীবন শিখেই যেতে হয় মানুষকে। জীবনে যখনই কোন সাহসী পদক্ষেপ নেবেন অবশ্যই ঝুঁকি নিতে হবে আপনাকে। সাহস এবং ঝুঁকি এই দুইয়ের মাধ্যমে সফলতা আসবে আপনার জীবনে।