নিজস্ব প্রতিবেদন : সারদা চিটফান্ড কাণ্ড নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। আর এই সারদা চিটফান্ড কাণ্ডই বিধানসভা নির্বাচনের আগে ফের একবার মাথাচাড়া দিলো। সুদীপ্ত সেন জেল থেকে একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলে জানা গিয়েছে। যে চিঠিতে তিনি ৬ প্রভাবশালীর নাম ফাঁস করেছেন। এমনকি তারা কত টাকা করে নিয়েছেন তাও তিনি চিঠিতে জানিয়েছেন।
জানা গিয়েছে, ১ ডিসেম্বর সুদীপ্ত সেন জেল থেকে সেই চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেই চিঠি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির কাছে পৌঁছে গেছে। চিঠিতে উল্লেখ রয়েছে ৬ জন প্রভাবশালীর নাম, যাদের সুদীপ্ত সেন কোটি কোটি টাকা দিয়েছিলেন। আর এই প্রথম জেল থেকে সুদীপ্ত সেন সুবিধাভোগীদের নাম উল্লেখ করে চিঠি লিখলেন।
দিন কয়েক আগেই সারদা চিটফান্ড কান্ডের তদন্তে সিবিআই-এর হাতে আছে একটি অডিও ক্লিপ। যে অডিও ক্লিপে একাধিক ব্যক্তির কণ্ঠস্বর রয়েছে। আর সেই অডিও ক্লিপের পাশাপাশি এবার নতুন করে সুদীপ্ত সেনের চিঠি বিধানসভা নির্বাচনের আগে সারদা চিটফান্ড নিয়ে নতুন জল্পনার সৃষ্টি করলো।
সুদীপ্ত সেনের সেই চিঠি শনিবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে। তবে তিন পৃষ্ঠার এই চিঠি আদৌ কতটা সত্য তা এখন অজানা। কারণ এর আগেও চিটফান্ড সংক্রান্ত এমনই একটি কাগজ সোশ্যাল মিডিয়ায় ঘুরেছিল। এমনকি সেই চিঠিতে নাম জড়ানো হয়েছিল প্রধানমন্ত্রীর সচিবালয়েরও। পরে দেখা যায় সেই চিঠি সম্পূর্ণ ভুয়ো।
প্রসঙ্গত, সারদা চিটফান্ড কান্ড মামলায় সুদীপ্ত সেন গত সাত বছর ধরে জেল বন্দী রয়েছেন। সুদীপ্ত সেনের সংস্থা সারদায় রাজ্যের কোটি কোটি মানুষকে বিনিয়োগ করে সর্বস্বান্ত হতে হয়েছে। এই মামলার রায়ের ফলাফল কবে আসবে এবং এই সকল সাধারণ মানুষেরা কবে সুবিচার পাবেন তার দিকেই দীর্ঘদিন ধরে তাকিয়ে রয়েছেন তারা।