Sujata Mondal Marriage slips: ভোট আগে, বিয়ে পরে! করে দেখালেন সুজাতা

Marriage slips for votes, so beloved person sent messages for her: নিজের বিয়ে পিছিয়ে দিলেন পঞ্চায়েত ভোটের জন্য (Sujata Mondal Marriage slips)। নিজের এলাকাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন তিনি। এমনকি নির্বাচনে লড়াই করার জন্য নিজের কাছের মানুষের থেকে শুভেচ্ছা বার্তাও পেয়েছেন এই তৃণমূল নেত্রী। তিনি আর কেউ নন বিশিষ্ট তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল। ২০২১ সালে বিধানসভার ভোটে লড়াই করেও জিততে পারেনি এই তৃণমূল নেত্রী। কিন্তু দলের তার প্রতি অগাধ আস্থা রয়েছে, সেই কারণেই বাঁকুড়ার ৪৪ নম্বর জেলা পরিষদ আসন থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে নিজের এবং দলের ফলাফল নিয়ে সুজাতা যথেষ্ট আশাবাদী। ভোটে লড়াই করার জন্য নিজের বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছেন তিনি (Sujata Mondal Marriage slips)। তিনি বলেছেন যে, সব জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সকালের দিকেও বুথে ভাল রকমের ভিড় ছিল। পরে একটু ফাঁকা হলেও আবার ভিড় দেখা যায় বুথে। বাঁকুড়া জেলাতে তৃণমূলের জয় নিয়ে তিনি একেবারে নিশ্চিত। তৃণমূল নেত্রী শান্তিপূর্ণ ভোটের দাবি করলেও ভোটের দিন সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্ত পূর্ণ পরিবেশের প্রমাণ মিলেছে।

সুজাতাকে (Sujata Mondal Marriage slips) এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মন্তব্য করেন যে, যেসব এলাকাতে শান্তিপূর্ণ ভোট হচ্ছে না সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়তো বনিবনা নেই। দল সবসময় শান্তিপূর্ণ ভোট হবার বার্তা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছ থেকে সব সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বার্তা পেয়েছে গোটা দল। খুন দাঙ্গার পরিবেশ সত্যি কোথাও কাম্য নয়।

রাজ্যের সব থেকে বড় বিরোধীদল বিজেপি, বামেদের সমর্থন নিয়ে হিংস্র হয়ে উঠেছে। সবথেকে দুঃখজনক ঘটনা হলো তৃণমূল দলের বহু কর্মী মারা গেছেন। যদি সত্যিই তৃণমূল দল প্রতিশোধ নেবার কথা ভাবতো তাহলে বিজেপি এবং সিপিএম দলের লোকেরা রাস্তায় নামতে পারত না। তৃণমূল সবসময়ই বদলা নয় বদল চায়। সম্প্রতি সুজাতা মণ্ডলের নির্বাচনে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর প্রাক্তন স্বামী তথা BJP সাংসদ সৌমিত্র খাঁ কটাক্ষ মন্তব্য জুড়ে দিয়েছে তার প্রতি। তবে সুজাতা মন্ডল অবশ্য সেইসব কথায় কান দেননি, বরং তিনি নতুন জীবনে প্রবেশ করবে বলে খুশিতে আছেন (Sujata Mondal Marriage slips)।

পঞ্চায়েত ভোটের এই লড়াই মন দিয়ে করার জন্য নিজের বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছেন এই তৃণমূল নেত্রী। তার কাছের মানুষ তাকে শুভেচ্ছাও পাঠিয়েছেন। কিন্তু কে সেই মানুষ তার নাম এখনও কিন্তু প্রকাশ্যে আসেনি। সুজাতা মন্ডল এর পাশে শুধুমাত্র তার পরিবার নয় তার মনের মানুষও রয়েছে। সবার সমর্থন তার কাছে সব থেকে বড় প্রাপ্তি।