‘দম ফম বন্ধ হচ্ছে না’, দীনেশ ত্রিবেদীর মন্তব্যের খোঁচা দমকল মন্ত্রীর

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সৈনিক দীনেশ ত্রিবেদী শুক্রবার হঠাৎ রাজ্যসভায় নিজের স্বপক্ষে বক্তব্য পেশ করে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। আর এই ইস্তফা দেওয়ার সময় তিনি অভিযোগ করেন, ‘দলে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে।’

Advertisements

আর এই ‘দম বন্ধ হয়ে আসা’ মন্তব্যের তড়িঘড়ি খোঁচা দিতে দেখা গেল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। সুজিত বসু শুক্রবার বীরভূমের দুবরাজপুরে একটি ফায়ার স্টেশনের শিলান্যাস করতে আসেন। আর সেই শিলান্যাস শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে যখন তাকে দীনেশ ত্রিবেদীর প্রশ্ন করা হয় তখন তিনি দীনেশ ত্রিবেদীর মন্তব্যের খোঁচা দেওয়ার পাশাপাশি সোজাসাপ্টা উত্তর দেন, ‘আমাদের দম ফম বন্ধ হচ্ছে না’।

Advertisements

সুজিত বসু বলেন, “আমাদের সারাদিনই তো দম দিচ্ছে। খুব ভালো লাগছে। দৌঁড়ে দৌঁড়ে আসছি, দৌঁড়ে দৌঁড়ে কাজ করছি। আমাদের তো কোথাও দম ফম বন্ধ হচ্ছে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় খুব ভালো ভাবে সরকার চলছে। আমি আমাদের কথাটা বললাম।”

Advertisements

এর পাশাপাশি বিজেপির পরিবর্তন যাত্রায় একাধিক নেতা নেত্রীর বীরভূমে আসার কথা থাকলেও তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে সুজিত বসু কটাক্ষ করে বলেন, “লোক নেই তো কি করে আসবে। এক একটা সভায় লোক হচ্ছে না। লোক বুঝে গেছে বাংলায় পরিবর্তন হবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃতীয়বারের সরকার হবে।”

[aaroporuntag]
প্রসঙ্গত, শুক্রবার প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির তরফ থেকে ফের একবার তোপ দাগা হয়, ‘স্বচ্ছ ভাবমূর্তির মানুষেরা তৃণমূলে প্রাধান্য পায় না।’

Advertisements