নিজস্ব প্রতিবেদন : জনপ্রতিনিধিদের ভোট দিয়ে বিধানসভা অথবা লোকসভায় পাঠানো হয় সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথা তুলে ধরার জন্য। কিন্তু বর্তমানে দেখা যায় অধিকাংশ বিধায়ক অথবা সাংসদ নিজেদের নিয়েই মেতে থাকেন। বিধানসভা অথবা লোকসভায় তাদের উপস্থিতি এবং প্রশ্নের সেই ভাবে ঝাঁজও দেখা যায় না। যদিও এই তালিকায় এবার ফার্স্ট বয় হলেন বাংলার এক সাংসদ।
২০২১ শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে সবচেয়ে বেশি উপস্থিত এবং সবচেয়ে বেশি প্রশ্ন করে এই ফার্স্ট বয়ের তকমা পেয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। প্রশ্ন উত্তর পর্বে সবচেয়ে বেশি প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে তিনি প্রথম স্থান অধিকার করার পাশাপাশি সংসদে তিনি ৭০ শতাংশ উপস্থিতির হার বজায় রেখেছেন। ১৭ তম লোকসভায় তিনি ৪৪৪ টি প্রশ্ন করেছেন। তার অধিকাংশ প্রশ্ন সংখ্যালঘু বিষয়ক তথ্য, ন্যাশনাল এডুকেশন পলিসি, কর্মসংস্থান, মহিলা ক্ষমতায়ন বিষয়ের উপর।
একইভাবে এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন জামশেদপুরের বিজেপি সাংসদ বিদ্যুৎবরণ মাহাতো। ১৭ তম লোকসভায় তিনি ৪৩৭ টি প্রশ্ন করেছেন। সংসদে তার উপস্থিতির হার ৮৩ শতাংশ। গত শীতকালীন অধিবেশনে তিনি একাই ৪৪ টি প্রশ্ন করেছিলেন।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের শিবসেনা সাংসদ শ্রীরঙ্গ বার্নে। তার মোট প্রশ্নের সংখ্যা ৪৩৫ এবং সংসদে উপস্থিতির হার ৯৬%। মহারাষ্ট্রের বারামতির NCP সাংসদ সুপ্রিয়া সুলে ৪৩০টি প্রশ্ন করেছেন এবং তাঁর উপস্থিতির হার ৯২ শতাংশ। তিনি এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন এবং আলাদাভাবে নজর কেড়েছেন লোকসভায় ভাষণের জন্য।
প্রশ্ন উত্তর পর্বে মহারাষ্ট্রের সাংসদরা সবচেয়ে বেশি প্রশ্ন করে নজর কেড়েছেন। মহারাষ্ট্রে ৪৯ জন সাংসদ রয়েছেন। তারা এবারের লোকসভায় মোট প্রশ্ন করেছেন ১০ হাজার ৯৩২টি। অন্যদিকে বিশেষ ভাবে নজর করেছেন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র কংগ্রেস সাংসদ। তিনি মোট ৪১৪টি প্রশ্ন করেছেন।