অনুব্রত কন্যা সুকন্যার বার্ষিক আয় ১ কোটি, ফাঁস সম্পত্তি বৃদ্ধির গ্রাফ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন দিল্লিতে। শুক্রবার নতুন করে তাকে ১১ দিনের জন্য ইডি (ED) হেফাজতে পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। তবে এরই মধ্যে নতুন করে চর্চায় এসেছেন তার মেয়ে সুকন্যা মন্ডল (Sukanya Mondal)। মূলত সম্পত্তি বৃদ্ধি এবং বার্ষিক আয়ের নিরিখে নতুন করে চর্চায় এসেছেন তিনি।

Advertisements

গরু পাচার মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে দেখা যাচ্ছে সুকন্যা মণ্ডল সত্যিই ‘বড়লোকের বিটি’। তার বার্ষিক আয় চোখে পড়ার মতো। এমনকি করোনাকালে যখন মানুষ রোজগার হারিয়েছিল সেই সময়ও তার বার্ষিক আয় ছিল ১ কোটি টাকা। সিবিআইয়ের তরফ থেকে ৩৫ পাতার যে চার্জশিট পেশ করা হয়েছে তাতেই সুকন্যা মন্ডলের সম্পত্তি বৃদ্ধির গ্রাফ স্পষ্ট।

Advertisements

২০১২-১৩ সাল থেকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের সম্পত্তির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। পেশায় শিক্ষিকার সেই সময় বার্ষিক আয় ছিল ৩ লক্ষ ১০ হাজার টাকা। পরের বছর তা বেড়ে হয় ৮ লক্ষ টাকা এবং ঠিক তার পরের বছর বেড়ে দাঁড়ায় ১০ লক্ষ টাকা। এই পর্যন্ত আয় কিছুটা হলেও স্বাভাবিক মনে হলেও পরের বছর লাফিয়ে কয়েকগুণ বেড়ে যায় সুকন্যা মন্ডলের বার্ষিক আয়।

Advertisements

২০১৫-১৬ আর্থিক বর্ষে সুকন্যা মন্ডলের বার্ষিক আয় লাফিয়ে বেড়ে দাঁড়ায় ৪৯ লক্ষ ৩২ হাজার টাকায়। পরবর্তী আর্থিক বছরে বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়ে ছিল আরও ২ লক্ষ টাকা। ২০১৮-১৯ আর্থিক বর্ষে সুকন্যা মন্ডলের বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়ে ছিল ১ কোটি ২৯ লক্ষ টাকায়। ২০১৯-২০ আর্থিক বর্ষে বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়ে ছিল ১ কোটি ৪৫ লক্ষ টাকায়। ২০২০-২১ আর্থিক বর্ষে বার্ষিক আয় কিছুটা হলেও কমে এবং তা দাঁড়ায় ৯২ লক্ষ ৯৭ হাজার টাকায়।

চার্জশিটে যা পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে এই আয় কেবলমাত্র অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের ব্যক্তিগত বার্ষিক আয়। এছাড়াও অনুব্রত মণ্ডলের মেয়ের নামে থাকা চালকল অথবা সংস্থার আলাদা আয়ের হিসাব রয়েছে।

Advertisements