শিরে সংক্রান্তি সুকন্যার! কপাল দোষে হারাতে পারেন লাখ লাখ টাকার রোজগারের পথ

Sukanya Mondal Latest : News বাবার গ্রেফতারি কয়েক মাস পর ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। মেয়েকে গ্রেপ্তারের পর আক্ষেপের সুর শোনা গিয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতার গলায়। ইডি কর্তাদের বিবেক বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে বারবার জেরার মুখে পড়ে হাউ হাউ করে কেঁদেছেন সুকন্যা। সূত্রের খবর তেমনটাই। অন্যদিকে এসবের মধ্যেই প্রশ্ন উঠছে সুকন্যা মন্ডলের কর্মজীবন নিয়ে। ইতিমধ্যেই তার বেতন বন্ধ হয়েছে। এবার কি তিনি চাকরিও হারাতে বসেছেন? তা নিয়ে শুরু হয়েছে জোর
চর্চা।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকে শিক্ষিকা সুকন্যা মন্ডলের স্কুলে যাওয়া অনিয়মিত হয়েছে। বীরভূমের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে আর দেখা পাওয়া যাচ্ছে না সুকন্যা মন্ডলের। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি অনিয়মিত হয়ে উঠেছিলেন। প্রথমে তিনি তার সমস্ত প্রাপ্য ছুটি নিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে ছুটি শেষ হয়ে গেলেও তিনি আর বিদ্যালয়ে যোগদান করেন নি। বর্তমানে সুকন্যা দেবী রয়েছেন তিহাড় জেলে। অন্যদিকে চাকরিতে যোগদান না করার জন্য পাচ্ছেন না বেতনও।

চলতি বছরের জানুয়ারি মাস থেকেই সুকন্যা দেবী আর বিদ্যালয়ে যাচ্ছেন না বলে সূত্রের খবর। ফলে সেই মাস থেকেই আর বেতন পাচ্ছেন না তিনি। উইথ আউট পে লিভ হিসাবে তার টাকা কাটা হচ্ছে। আইন অনুযায়ী তার বেতনের টাকা কাটা হচ্ছে বলে জানা গিয়েছে জেলা শিক্ষা দপ্তর সূত্রে।

এই অবস্থায় সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে, তাহলে কি এবার চাকরি হারাতে চলেছেন সুকন্যা? ইডির দৌলতে তার ঠাঁই হয়েছে তিহাড় জেলে। এবার কি ইডির জন্য চাকরিটাও হারাতে হবে অনুব্রত কন্যাকে? যদিও সূত্রের খবর, এই মুহূর্তে সুকন্যা মন্ডলের চাকরি যাওয়া নিয়ে কোন নির্দেশিকা আসেনি। তবে তিনি যেহেতু কাজে যোগদান করছেন না, ফলে তার বেতন কাটা হচ্ছে। ফলে যতদিন পর্যন্ত না সুকন্যা দেবী নিজের কাজে যোগদান করবেন, ততদিন তার বেতন কাটা যাবে।

অন্যদিকে ইডির হাতে গ্রেফতারের পর তার চাকরিতে কোনও প্রভাব পড়ছে কিনা, সে বিষয়েও প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। স্বাভাবিকভাবেই বলা যায়, ইডির হাতে গ্রেফতারির পর অথৈ জলে পড়েছেন সুকন্যা মন্ডল।