Sukanya Samriddhi Yojana: ৩১ মার্চ শেষ দিন, এই নিয়ম না মানলেই বন্ধ হবে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প (Central Government Scheme) চালু করা হয়েছে এবং হয়ে আসছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। তবে ৩১ মার্চের মধ্যে একটি নিয়ম না মানলে এই প্রকল্পের আওতায় থাকা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

Advertisements

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে তার মাধ্যমে বাড়ির শিশু কন্যাদের জন্য অর্থ সঞ্চয় করা যায়। এই প্রকল্পের মাধ্যমে সঞ্চিত অর্থের উপর বিপুল পরিমাণে সুদ পাওয়া যায়। যখন কন্যার বয়স ২১ বছর হয় তখন প্রকল্পের সুদ সহ টাকা মোটা অংকের দাঁড়ায় এবং তা ওই শিশু কন্যার ভবিষ্যতের জন্য নানান ভাবে কাজে লাগে।

Advertisements

বিভিন্ন প্রকল্পের মতো সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য ন্যূনতম ব্যালেন্স রাখা প্রয়োজন। আর সেই ন্যূনতম ব্যালেন্স রাখার যে নিয়ম রয়েছে তা যদি না মানা হয় তাহলে এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর অবশ্য তা পুনরায় চালু করা যায়। কিন্তু পুনরায় চালু করতে হলে গ্রাহকদের আবার জরিমানা দিতে হয়। সুতরাং এই ধরনের ঝঞ্ঝাট যাতে না আসে তার জন্য ৩১ মার্চের মধ্যে ন্যূনতম ব্যালেন্স বা টাকা জমা করে নিতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Small Savings Scheme New Interest: কেন্দ্র সরকারের বড় উপহার! সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ এই সব প্রকল্পে বাড়ল সুদ

সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে বছরে সর্বনিম্ন ২৫০ টাকা জমা করতে হয় গ্রাহকদের। যে সকল গ্রাহকরা চলতি অর্থ বর্ষে এখনো পর্যন্ত এই ন্যূনতম টাকা সঞ্চয় করেননি তাদের ৩১ মার্চের মধ্যে অন্ততপক্ষে ২৫০ টাকা জমা দিতে হবে। যদি একটি অর্থবর্ষে এই টাকা জমা না করা হয় তাহলে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। পরে সেই অ্যাকাউন্ট খুলতে আবার ৫০ টাকা জরিমানা দিতে হবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় একজন অভিভাবক তার শিশু কন্যার নামে বছরে ২৫০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন। এই প্রকল্পের আওতায় বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হয়ে থাকে। বিপুল পরিমাণে সুদ দেওয়ার কারণে এই প্রকল্প বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এই প্রকল্পে যারা বিনিয়োগ করেন তাদের সব সময় প্রতি বছর যাতে টাকা জমা হয় সেই বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে।

Advertisements