প্যারালিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে জ্যাভলিনে সোনা এনে দিলেন সুমিত

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টোকিও অলিম্পিকে জ্যাভলিনে এবার সোনা এনে দেশকে গর্বিত করেছিলেন নীরজ। একই ভাবে এবার প্যারালিম্পিকে জ্যাভলিনে বিশ্ব রেকর্ড তৈরি করে সোনা এনে দিলেন সুমিত আন্তিল। ছেলেদের এফ-৬৪ বিভাগে এই সফলতা অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করলেন হরিয়ানার এই যুবক। চলতি প্যারালিম্পিকে এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে দু’টি সোনা। প্রথম সোনা এসেছে অবনী লেখরার হাত ধরে শুটিং থেকে এবং দ্বিতীয় সোনা এল সুমিতের হাত ধরে।

Advertisements

সবথেকে উল্লেখযোগ্য, টোকিও প্যারালিম্পিকে সুমিত নিজের তৈরি রেকর্ড কয়েক মিনিটের মধ্যেই ভেঙ্গে দেন। এই ঘটনা চমৎকারের থেকে কম কিছু নয়। এদিন ফাইনালে প্রথম চেষ্টায় সুমিত ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে শীর্ষে থাকেন। এই ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছোঁড়া তারই তৈরি করার বিশ্ব রেকর্ড ভেঙ্গে যায়।

Advertisements

দ্বিতীয় প্রচেষ্টায় তিনি আবার জ্যাভলিন ছোড়েন ৬৮.০৮ মিটার। অর্থাৎ ভেঙ্গে যায় প্রথম চেষ্টায় তৈরি হওয়া বিশ্ব রেকর্ড। এর পর তিনি তৃতীয় ও চতুর্থ থ্রোয়ে যথাক্রমে ৬৫.২৭ এবং ৬৬.৭১ মিটার ছোড়েন। পঞ্চম প্রচেষ্টায় ৬৮.৫৫ মিটার ছুঁড়ে ফের নিজের তৈরি বিশ্ব রেকর্ড ভেঙে যায় তৃতীয় বারের জন্য। আর এখানেই তিনি তার সোনা নিশ্চিত করে ফেলেন। অন্যদিকে ষষ্ঠ থ্রো ফাউল হয়। এই ভাবেই পরপর তিন বার কয়েক মিনিটের ব্যবধানে নিজের তৈরি রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়ে ভারতকে সোনা এনে দিলেন।

Advertisements

সুমিতের এই সাফল্যের পরেই দেশজুড়ে উৎসবের মেজাজ শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে তাকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করে লেখেন, “প্যারালিম্পিকে আমাদের অ্যাথলিটরা এক্কেবারে জ্বলজ্বল করছেন। সুমিত আন্তিলের রেকর্ড ভাঙা পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত। সোনা জেতার জন্য সুমিতকে অনেক অভিনন্দন। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইলো।”

Advertisements