নিজস্ব প্রতিবেদন : চলতি বছর অন্যান্য বছরের তুলনায় তাপমাত্রা স্বস্তির ছিল বেশ কয়েকদিন। তবে এবার সেই স্বস্তির দিন শেষ, আর স্বস্তির দিনের শেষে এবার শুরু হল গরমের পালা। আর গরমের পালা শুরু হলে সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় দক্ষিণবঙ্গের (Summer in South Bengal), বিশেষ করে পশ্চিমের জেলাগুলির। কেননা এই সকল জেলায় তাপমাত্রার পারদ গ্রীষ্মকালে অধিকাংশ সময় ৪০ ডিগ্রির কাছাকাছি থাকার পাশাপাশি ৪০ ডিগ্রী পারও করে দেয়।
গ্রীষ্মের দাবদাহ শুরু হতেই দক্ষিণবঙ্গ জুড়ে চিড়বিড় করে জ্বলতে শুরু করেছে গা-হাত-পা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁইছুঁই অবস্থা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে খুব তাড়াতাড়ি তাপমাত্রার পারদ বেশ কয়েকটি জেলায় ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে বলেই পূর্বাভাস মিলছে হাওয়া অফিসের তরফ থেকে।
হাওয়া অফিসের রিপোর্ট থেকে জানা গিয়েছে, মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের গরম সবচেয়ে বেশি মাথাচারা দিয়ে উঠেছে। পরিস্থিতি যা চলছে তাতে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। এর পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতি আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। হাওয়া অফিসের তরফ থেকে আগামী রবিবার বেশ কিছু জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে বলেও পূর্বাভাসে বলা হচ্ছে।
আরও পড়ুন ? Happiest Country in World: সাত সাতবার বিশ্বের সুখীতম দেশের তকমা পেল ফিনল্যান্ড! কত নম্বরে ভারত
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩৬ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে রবিবার পৌঁছে যেতে পারে বাঁকুড়া, পুরুলিয়ার। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিরও সর্বোচ্চ তাপমাত্রা রবিবার ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পার করে যেতে পারে।
একদিকে তাপমাত্রা বৃদ্ধি এবং অন্যদিকে জলীয়বাষ্পের অবস্থানের ফলে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। তবে ঝড়-বৃষ্টি হলেও গরম কমবে না বলেও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।