বেড়াতে যাওয়ার মোক্ষম সুযোগ, ৮টি সামার স্পেশাল ট্রেন চালু করল রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভ্রমণপিপাসু বাঙালিরা ছুটি পেলেই বেরিয়ে যেতে পছন্দ করেন। আর সেই কথা মাথায় রেখেই ভারতীয় রেলের তরফ থেকে সামার স্পেশাল আটটি ট্রেন চালু করল। এই সকল ট্রেনগুলিতে সফর করে আসাম, উত্তরবঙ্গ ঘুরে আসা যাবে সহজেই।

Advertisements

১) ০২৩০৭ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল : ১৩ এপ্রিল থেকে এই ট্রেনটি চালু হয়েছে। চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। প্রতি বুধবার রাত ১১ টা ৩৫ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। ব্যান্ডেল, মালদহ টাউন, কিষানগঞ্জ হয়ে যাবে এই ট্রেনটি।

Advertisements

২) ০২৩০৮ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া সামার স্পেশাল : ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে পরিষেবা। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বেলা ১২ টা ৩৫ মিনিটে ছাড়বে। কিষানগঞ্জ, মালদহ টাউন, ব্যান্ডেল হয়ে যাবে এই ট্রেনটি।

Advertisements

৩) ০৩১২৯ শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল : ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে পরিষেবা। প্রতি বৃহস্পতিবার রাত ১১ টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। ব্যান্ডেল, মালদহ টাউন, কিষানগঞ্জ হয়ে যাবে ট্রেনটি।

৪) ০৩১৩০ নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহ সামার স্পেশাল : প্রতি শুক্রবার বেলা ১২ টা ৩৫ মিনিটে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। আগামী ১ জুলাই পর্যন্ত চালু থাকবে এই ট্রেনটি। কিষানগঞ্জ, মালদহ টাউন, ব্যান্ডেল হয়ে যাবে এই ট্রেনটি।

৫) ০৩১০১ শিয়ালদহ থেকে কামাখ্যা সামার স্পেশাল : প্রতি সপ্তাহের শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। চলবে ২৪ জুন পর্যন্ত। ব্যান্ডেল, মালদহ টাউন, গোয়ালপাড়া টাউন হয়ে যাবে ট্রেনটি।

৬) ০৩১০২ কামাখ্যা থেকে শিয়ালদহ সামার স্পেশাল : প্রতি শনিবার রাত ১১ টা ১৫ মিনিটে কামাখ্যা থেকে ছাড়বে। চলবে ২৫ জুন পর্যন্ত। ব্যান্ডেল, মালদহ টাউন, গোয়ালপাড়া টাউন হয়ে যাবে ট্রেনটি।

৭) ০৫৮৭০ রঙ্গপাড়া নর্থ থেকে পুরী সামার স্পেশাল : প্রতি সোমবার ভোর পাঁচটায় রঙ্গপাড়া নর্থ থেকে ট্রেন রওনা দেবে। রঙ্গিয়া, নিউ জলপাইগুড়ি, খড়্গপুর এবং ভুবনেশ্বর হয়ে যাবে ট্রেন। চলবে ৬ জুন পর্যন্ত।

৮) ০৫৮৬৯ পুরী থেকে রঙ্গপাড়া নর্থ সামার স্পেশাল : বুধবার থেকেই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। প্রতি বুধবার ভোর পাঁচটায় পুরী থেকে ট্রেন ছাড়বে। ৮ জুন পর্যন্ত চলবে।

Advertisements