দক্ষিণ ২৪ পরগনা : ব্যান পিরিয়ড ছাড়া বছরের বিভিন্ন সময় সুন্দরবন (Sundarban Tour) ঘুরতে যাওয়ার মতো পর্যটক অনেক রয়েছেন। যে সকল পর্যটকরা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিজেদের মন ভরিয়ে তোলেন। কিন্তু এবার এই সকল পর্যটকদের সুন্দরবন ভ্রমণের খরচ বাড়তে চলেছে। কেননা অনুমতি নেওয়া থেকে শুরু করে ওয়াচ টাওয়ারে ওঠা, সমস্ত ক্ষেত্রে খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভরা বর্ষায় যখন ইলিশ উৎসব চলছে সেই সময় আগামী ১ সেপ্টেম্বর থেকে এমন খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খরচ বাড়ানোর এমন সিদ্ধান্তে পর্যটন শিল্পে অনেকটাই প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেই আশঙ্কার পরিপ্রেক্ষিতে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এমন অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। খরচ বৃদ্ধির এমন বিষয়টি জানা গিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সূত্রে।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সূত্রে যা জানা যাচ্ছে তাতে পর্যটকদের মাথাপিছু অনুমতি থেকে শুরু করে লঞ্চ, ভুটভুটির অনুমতির ক্ষেত্রেও আগে যে খরচ হতো, তার থেকে এখন বেশি খরচ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু জায়গা ঘোরার ক্ষেত্রেও খরচ আগের তুলনায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে জানানো হয়েছে নতুন রেট আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়ে যাবে।
আরও পড়ুন : BSNL: প্ল্যানের দাম ১০০ টাকা কমিয়ে দিল BSNL, এবার প্রত্যেক মাসেই হবে অনেক বেশি সাশ্রয়
সুন্দরবন ঘুরে দেখার খরচ বৃদ্ধি : আগে পর্যটকদের অনুমতির জন্য মাথাপিছু খরচ হতো ১২০ টাকা। নতুন রেট কার্যকর হওয়ার পর পর্যটকদের অনুমতির জন্য মাথাপিছু দিতে হবে ১৮০ টাকা। নেতিধোপানি পর্যটন কেন্দ্রে ভ্রমণের ক্ষেত্রে আগে ২৪০ টাকা লাগলেও এবার ৩০০ টাকা করে দিতে হবে। সজনেখালি ক্যাম্প, ওয়াচ টাওয়ারে ওঠার জন্য ৩০ টাকা দিতে হলেও ১ সেপ্টেম্বর থেকে দিতে হবে ৫০ টাকা। এই সকল খরচ দেশীয় পর্যটকদের জন্য। বিদেশি পর্যটকদের অনুমতির জন্য যেখানে ৫০০ টাকা করে নেওয়া হয়, ১ সেপ্টেম্বর থেকে তা করা হচ্ছে ১০০০ টাকা। লঞ্চ, ভুটভুটির ভাড়া ৬০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০০০ টাকা। লঞ্চ, ভুটভুটির অনুমতি খরচ ১০০০ টাকার বদলে হচ্ছে ১৫০০ টাকা। এসি লঞ্চের ভাড়া এখন যেখানে ২০০০ টাকা তা আগামী দিনে হচ্ছে ৩০০০ টাকা।
এর পাশাপাশি গাইডদের জন্য চার্জ বাড়ানো হচ্ছে। এখন যেখানে ৬০০ টাকা খরচ হয় তা ১ সেপ্টেম্বর থেকে হবে ৮০০ টাকা খরচ। বিদেশি পর্যটকদের গাইড খরচ ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হচ্ছে।