মেসিকে টপকে নজির সুনীলের, ভারতীয় ফুটবলের নতুন দিগন্ত

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ফিফা বিশ্বকাপে ভারতীয় দলের অংশগ্রহণ এখনও অনেকটা দূরে থাকলেও বিশ্ব ফুটবলে মেসিকে টপকে নজির গড়লেন ভারতীয় সুনীল। পাশাপাশি এই নজির ভারতীয় ফুটবলের নতুন দিগন্ত দেখাচ্ছে। প্রাক বিশ্বকাপ পর্বে ভারত প্রথম জয় পেল।

Advertisements

প্রাক বিশ্বকাপ পর্বে ভারত এই মুহূর্তে মোট ৭টি ম্যাচ খেললো। যার মধ্যে তিনটি ড্র এবং তিনটিতে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তবে সোমবার ভারত প্রথম জয় পায় কাতারের বিশ্বকাপ মাঠে বাংলাদেশের বিরুদ্ধে। এদিন ভারত বিশ্ব ফুটবলের ১৮৪ নম্বরে থাকা বাংলাদেশকে ২-০ গোলে পরাজিত করে। এই ম্যাচে জোড়া গোল দেন সুনীল ছেত্রী।

Advertisements

সোমবারের এই ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোলের প্রথম গোলটি হয় ৭৯ মিনিটে এবং দ্বিতীয় গোলটি ম্যাচের শেষ দিকে। আর এই জোড়া গোলের সাথে সাথেই ভারতীয় অধিনায়কের ঝুলিতে এলো বিশ্ব খেতাব। এমনকি বিশ্বের অন্যতম খ্যাতনামা ফুটবল তারকা মেসিকেও টপকে গেলেন তিনি।

Advertisements

সুনীল ছেত্রী এই নিয়ে দেশের জার্সিতে মোট ৭৪টি গোল দিয়েছেন। অন্যদিকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেশের হয়ে মেসির গোল সংখ্যা ৭২। এযাবত তারা দুজনে একই স্থানে থাকলেও সুনীল ছেত্রী সোমবার মেসিকে টপকে যান।

শুধু মেসিকে গোল সংখ্যায় টপকে যাওয়ায় নয়, এর পাশাপাশি সুনীল ছেত্রী বিশ্ব তালিকায় দেশের হয়ে গোলসংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এলেন। যাও কিনা নজির। এই তালিকায় প্রথম রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে তার মোট গোল সংখ্যা হল ১০৩। জোড়া গোলের সুবাদে সুনীল ছেত্রী দ্বিতীয় স্থানে উঠে আসার পর তৃতীয় স্থানে নামলেন আমিরশাহির আলী মাখবাউৎ। তার সংগ্রহে দেশের হয়ে মোট গোল সংখ্যা ৭৩ এবং চতুর্থ স্থানে পৌঁছে গেলেন মেসি।

Advertisements