নিজস্ব প্রতিবেদন : বাণিজ্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) আয়োজন করা হয়েছে। যেখানে রীতিমত চাঁদের হাট লক্ষ্য করা গিয়েছে। দেশের তাবড় তাবড় শিল্পপতিদের পাশাপাশি চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের উপস্থিত থাকতে দেখা যায়। এখানেই উপস্থিত ছিলেন বঙ্গ সন্তান বিশ্ব খ্যাতি সম্পন্ন চিকিৎসক দেবী শেঠি (Devi Shetty)।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থেকে দেবী শেঠি পশ্চিমবঙ্গে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার ইচ্ছে প্রকাশ করেন। তিনি কলকাতায় এমন একটি অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার ইচ্ছে প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্যের একটি বিশেষ চরিত্র রয়েছে। তিনি এখানে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে চান এবং তা দু’বছরের মধ্যে তৈরি করার ইচ্ছা রয়েছে। এই হাসপাতালটি তৈরি হলে অন্ততপক্ষে ১০০০০ কর্মসংস্থান হতে পারে।
দেবী শেঠি যে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে ইচ্ছে প্রকাশ করেছেন তা রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে বলেই মনে করা হচ্ছে। কেননা এই সুপার স্পেশালিটি হাসপাতাল যেমন তেমন সুপার স্পেশালিটি হাসপাতাল হবে না। এই সুপার স্পেশালিটি হাসপাতালটি তৈরি করার জন্য এক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। যেখানে অত্যাধুনিক সব চিকিৎসা ব্যবস্থা থাকার পাশাপাশি দু’বছরের মধ্যেই ১০০০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এই সুপার স্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক হেলথ কেয়ারের পরিকাঠামো থাকার পাশাপাশি থাকবে ক্যান্সারের মতো দুরারোগ্য চিকিৎসার বন্দোবস্ত। এছাড়াও এখানে থাকবে অঙ্গ প্রতিষ্ঠানের মত চিকিৎসার পরিকাঠামো। এছাড়াও হার্টের চিকিৎসার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হবে বলেই দাবি করেছেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি। পাশাপাশি তিনি দাবী করেছেন, এই সুপার স্পেশালিটি হাসপাতালে রাজ্যের বাসিন্দারা অল্প খরচেই চিকিৎসা করানোর সুযোগ পাবেন।
দেবী শেঠি একজন বঙ্গ সন্তান। তবে তার চিকিৎসার পরিধি পৌঁছে দিয়েছে বিশ্বে। বিশ্বজুড়েই তার নাম ডাক রয়েছে। এমনকি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী যখন হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন তখন এই দেবী শেঠিই তার চিকিৎসার জন্য এসেছিলেন। এমন একজন চিকিৎসকের রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার ঘোষণা স্বাভাবিকভাবেই রাজ্যের বাসিন্দাদের কাছে সুখবর।