নিজস্ব প্রতিবেদন : যেভাবে দিনের পর দিন পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি পরিবেশে যেভাবে দূষণের মাত্রা বাড়ছে, সমস্ত দিক বিচার বিবেচনা করে সরকার এবং নাগরিকরা প্রতিনিয়ত ঝুঁকছেন ইলেকট্রিক বাইকের দিকে। তবে ইলেকট্রিক বাইকের দুটি দিক বাইক আরোহীদের মন জয় করতে ব্যর্থ হয়ে পড়ছে। প্রথমটি হলো গতি এবং দ্বিতীয়টি হলো চার্জ করার সময়। এবার সেই জায়গাতেই রাশ টানতে চলেছে দেশীয় এক স্টার্টআপ সংস্থা।
One Electric Motorcycle নামে দেশীয় একটি স্টার্টআপ সংস্থা ঘোষণা করেছে ভারতের সব থেকে দ্রুততম ইলেকট্রিক বাইক আনার কথা। ইতিমধ্যেই তারা এই ইলেকট্রিক বাইক বাজারে আনার ক্ষেত্রে ছাড়পত্র পেয়েছে এবং অন রোড ট্রায়াল সম্পন্ন করেছে বলেও জানিয়েছে। আর তাদের তরফ এই নতুন ইলেকট্রিক বাইক ‘KRIDN’ দুর্দান্ত বেশকিছু ফিচারের সাথে আগামী অক্টোবর মাসেই ভারতের বাজারে আসতে চলেছে বলে দাবি করা হয়েছে।
সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট https://oneelectric.in/ থেকে জানা গিয়েছে তাদের তরফ থেকে ভারতে লঞ্চ করতে চলা নতুন ইলেকট্রিক বাইকটির সর্বোচ্চ গতিবেগ ৯৫ কিলোমিটার প্রতি ঘন্টা। বাইকটি একবার ইকো মোডে চার্জ করলে ১২০ কিলোমিটার পর্যন্ত যাবে এবং নর্মাল মোডে চার্জ করলে ৮০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। এই বাইকের গতি বেগ ০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠবে মাত্র ৮ সেকেন্ডে।
এর পাশাপাশি এই ইলেকট্রিক বাইকটিতে রয়েছে ডিক্স, ডিজিটাল মিটার, জিপিএস এবং অ্যাপ কানেক্টিভিটি ইত্যাদি অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি। এছাড়াও রয়েছে ফ্রন্ট এবং রিয়ার Suspension, CEAT টায়ার। নতুন ধরনের এই বাইকটি চার্জ হতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা।
KRIDN নামের এই নতুন মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক বাইকটির দুটি মডেল রয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। একটি মডেল হলো KRIDN এবং অন্য মডেলটি হল KRIDN R। আর এই নতুন ইলেকট্রিক বাইক দুটি প্রথম দফায় দেশের চারটি বড় শহর দিল্লী, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে সরবরাহ করা হবে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। আগ্রহী গ্রাহকেরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ইলেকট্রিক বাইকটি বুক করে নিতে পারেন। তবে এই বাইকের এখনো দাম সম্পর্কে কোনো রকম ঘোষণা করা হয়নি সংস্থার তরফ থেকে। যদিও সূত্র মারফত মনে করা হচ্ছে বাইকটির দাম থাকতে পারে ১.২৯ লক্ষ টাকার মধ্যেই। পাশাপাশি বাইক কেনার ক্ষেত্রে লোনের বন্দোবস্ত থাকবে বলে জানা গিয়েছে।