Civic Volunteers: কিভাবে নিয়োগ করা হবে সিভিক পুলিশ, রাজ্যকে এবিষয়ে কি বার্তা দিল সুপ্রিম কোর্ট

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Civic Volunteers: সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি খুবই শোচনীয়। তিলোত্তমা কান্ডে মূল অভিযুক্ত হলো সঞ্জয় রায়। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার জন্য গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিম কোর্টে যখন আরজি কর মামলার ফের শুনানি হলো তখন আবার উঠল সিভিক ভলান্টিয়ার প্রসঙ্গ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে কতজন সিভিক ভলান্টিয়ার রয়েছে, এমনকি তাদের যোগ্যতা কী সেই বিষয়ে পরবর্তী শুনানিতে রাজ্যকে সমস্ত তথ্য দিতে হবে সুপ্রিম কোর্টে।

Advertisements

সুপ্রিম কোর্টে মঙ্গলবার এই মামলাটি ওঠে এবং পাশাপাশি শুনানিতে ওঠে এই সিভিক ভলান্টিয়ার প্রসঙ্গ। প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশে বলেন, রাজ্যকে সিভিক ভলান্টিয়ার প্রসঙ্গে সমস্ত তথ্য দিতে হবে। যেমন, পশ্চিমবঙ্গে মোট কতজন সিভিক ভলান্টিয়ার আছে? এদের কিভাবে নিয়োগ করা হয়েছে এবং এদের শিক্ষাগত যোগ্যতা আসলে কি? ২০১১ সালের আইন অনুযায়ী আদৌ কি রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ (Civic Volunteers) করা হয়েছে? এরা কোথায় কাজ করছে, সমস্ত কিছুই এদের পরবর্তী শুনানিতে বিস্তারিত তথ্য জমা দিতে হবে।

Advertisements

প্রধান বিচারপতির মতে, আরজিকর মামলায় জড়িয়ে আছে একজন সিভিক ভলান্টিয়ারের নাম। রীতিমতো এক ঘৃণ্য অপরাধে নাম জড়িয়ে রয়েছে সঞ্জয় রায়ের। এবার থেকে সিভিক ভলান্টিয়াররা কোথায় মনোনীত হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। থানা, স্কুল, হাসপাতালের মত গুরুত্বপূর্ণ জায়গায় সিভিক ভলান্টিয়াররা আদৌ কর্তব্যরত (Civic Volunteers)থাকেন কি না,সেই বিষয়ে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।

Advertisements

আরো পড়ুন: পুজোর ভিড় সামলাতে পারল কি হাওড়া ডিভিশন, কী বলছে রেল

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। তাই বিষয়টিকে কড়া হাতে তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। একাধিক ঘটনাগুলোর মধ্যে কয়েকটি তুলে ধরা হলো এই প্রতিবেদনে। যেমন, গত ১৯ আগস্ট চাপড়া ডিআইবি অফিসে কর্মরত দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় তাঁদের সাসপেন্ড করা হয়। এমনকি জলপাইগুড়ির বানারহাট থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার কিশোর রায়ের বিরুদ্ধে তিস্তার পাড়ে বসে ব্রাউন সুগার সেবনের অভিযোগ ওঠে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজ্যে ঘটে যাওয়া এই চরম দুর্ঘটনার পেছনেও জড়িত এক সিভিক ভলান্টিয়ারের নাম। সেই কারণে সুপ্রিম কোর্ট সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের বিষয়টি বিস্তারিতভাবে খুঁটিয়ে দেখতে চাইছে। কিভাবে তাদের নিয়োগ (Civic Volunteers) করা হয় এবং তাদের যোগ্যতা কতটা সমস্ত বিষয়ে তারা বিস্তারিত জানতে চায়।

Advertisements