Advertisements

Supreme Court Verdict: জয় জয়কার সরকারি কর্মচারীদের! রাজ্যকে ধাক্কা, ৬% সুদ সহ বেতন দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : DA হোক অথবা অন্য কোন বকেয়া আদায়ের জন্য বহু সময় রাজ্য সরকারি কর্মচারীদের আদালতের দ্বারস্থ হতে দেখা যায়। কখনো হাইকোর্ট আবার কখনো সুপ্রিম কোর্টে এই ধরনের মামলা গড়ায়। আর এই ধরনের মামলায় এবার রাজ্য সরকারকে ধাক্কা দিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court Verdict) রাজ্য সরকারি কর্মচারীদের ৬% সুদ সহ বেতন দেওয়ার নির্দেশ দিল।

Advertisements

গত বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলায় শীর্ষ আদালতের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কর্মচারী হোক অথবা পেনশনভোগী, তাদের বেতন এবং পেনশনের টাকা ন্যায্য অধিকার। এক্ষেত্রে কোন সরকার যদি সেই টাকা দিতে না পারে তাহলে সেই সরকারকে সুদ সহ বকেয়া দিতে হবে। সুপ্রিম কোর্টের এমন রায় যেকোনো সরকারের কাছেই ধাক্কার বিষয়।

Advertisements

বেতন বাকি রাখার এমন ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে ১২ শতাংশ সুদ সহ বকেয়া বেতন এবং পেনশন মেটানোর রায় দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। তবে সুদ না দেওয়ার বিষয়ে যে আবেদন করা হয়েছিল সেই বিষয়টি কর্ণপাত করেনি শীর্ষ আদালত। যদিও সুদের পরিমাণ ১২ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ দিতে হবে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Government Employees: মাথায় হাত সরকারি কর্মীদের, বেতন থেকে মাসে মাসে কেটে নেওয়া হচ্ছে টাকা, পকেট ভরছে রাজ্যের

এই বকেয়া বেতন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানিয়েছে, যে সরকার বেতন ও পেনশন দিতে দেরি করেছে সেই সরকারকে উপযুক্ত হারে সুদ দিয়ে বেতন ও পেনশনের টাকা দেওয়া উচিত। বকেয়ার দাবিতে সুপ্রিম কোর্টে এমন মামলা করেছিলেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন জেলা ও দায়রা আদালতের জজ। জনস্বার্থ এই মামলার গৃহীত হওয়ার পরই এমন নির্দেশ দেওয়া হয়েছে।

বেতন ও পেনশন দিতে দেরি করার এমন ঘটনা ঘটেছিল ২০২০ সালের মার্চ ও এপ্রিল মাসে। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফ থেকে এই মামলার পরিপ্রেক্ষিতে জানানো হয়, ওই সময় কোভিড অতিমারি ছড়িয়ে পড়ার কারণে আর্থিক অনিশ্চয়তায় ভুগছিল রাজ্য সরকার। যে কারণেই বেতন এবং পেনশন প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকার ওই আবহে প্রয়োজন মত কাজ করেছিল, আর যে কারণে বাড়তি করের বোঝা যেন চাপানো না হয় তার আবেদন জানিয়েছিল। কিন্তু শীর্ষ আদালত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়টি মাথায় রেখে ৬% সুদ সহ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে।

Advertisements