প্রাইভেট ল্যাবেও বিনামূল্যে করতে হবে করোনা টেস্ট, জনস্বার্থে নির্দেশ শীর্ষ আদালতের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি ভারতেও প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রামিতদের সংখ্যা। আর এই সংক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করতে পাশাপাশি রোগীদের খুঁজে বের করতে প্রয়োজন আরও বেশি পরিমাণে করোনা টেস্ট বা পরীক্ষা করানো। যে কারণে এবার করোনা টেস্ট নিয়ে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কেন্দ্রকে সুনিশ্চিত করতে হবে করোনা টেস্ট বিনামূল্যে করানোর বিষয়ে। আর সে সরকারি হোক অথবা প্রাইভেট হাসপাতাল, প্রত্যেক ল্যাবেই বিনামূল্যে করোনা টেস্ট সুনিশ্চিত করতে হবে। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি রবীন্দ্র এস ভাটের বেঞ্চ এমন নির্দেশ দেয় কেন্দ্রকে।

Advertisements

Advertisements

মামলার পরিপ্রেক্ষিতে বলা হয়, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্র সরকার করোনা টেস্ট করার খরচ বহন করুক। আর এই মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানায়, সরকারি ল্যাব তো অবশ্যই, পাশাপাশি প্রাইভেট ল্যাবগুলিকেও বিনামূল্যে করোনা টেস্ট করাতে হবে বিনামূল্যে। আর এই প্রাইভেট ল্যাবগুলি করোনা টেস্ট করার জন্য যে খরচ বহন করবে সেই খরচ দেবে কেন্দ্র সরকার।

Advertisements

ভারতে যখন থেকে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিতে শুরু করে তখন ১১৮ টি ল্যাবে করোনা টেস্ট করা হচ্ছিল। পরে আইসিএমআর আরও ৪৭ টি প্রাইভেট ল্যাবকে টেস্ট করার জন্য ছাড়পত্র দেয়।আর এই ছাড়পত্র দেওয়ার পাশাপাশি কেন্দ্র সরকার জানায় প্রাইভেট ল্যাবগুলি করোনা টেস্ট করার জন্য সাড়ে চার হাজার টাকার বেশি নিতে পারবে না। কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে এই সাড়ে চার হাজার টাকাটা কম নয়। যে কারণে শীর্ষ আদালতে আইনজীবী শশাঙ্ক দেও সুধী বিনামূল্যে করোনা টেস্ট করানোর বন্দোবস্ত করার জন্য আবেদন জানান। যার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, বিনামূল্যে করতে হবে করোনা টেস্ট।

Advertisements