নিজস্ব প্রতিবেদন : বিদেশের মাটিতে চলতি বছর আইপিএল শুরু হওয়ার আগেই একের পর এক ধাক্কা সহ্য করতে হচ্ছে চেন্নাই সুপার কিংস-কে। শুক্রবার জানা যায় চেন্নাই শিবিরের হানা দিয়েছে করোনা। একসাথে ১৩ জন সদস্যের শরীরের ধরা পড়েছে করোনা সংক্রমণ। এরপরে আরও একটি খবর এসে পৌঁছালো, যাতে জানা গেল সুরেশ রায়না চলতি বছর আইপিএল খেলবেন না।
কিন্তু কেন তিনি আইপিএল খেলতে চাইছেন না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে সুরেশ রায়না আইপিএল খেলতে চাইছেন না। যে কারণে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। যদিও চেন্নাই সুপার কিংস দলের তরফ থেকে শনিবার টুইট করে তার দেশে ফেরা নিয়ে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরছেন।
চলতি বছর আইপিএলে অংশগ্রহণ না করে সংযুক্ত আরব আমিরশাহী থেকে সুরেশ রায়নার প্রত্যাবর্তনে ক্রিকেট অনুরাগীদের মধ্যে এবছর তাকে আইপিএলে দেখতে না পাওয়ার খবরে হতাশা তৈরি হয়েছে। কারণ সদ্য তিনি জাতীয় দল থেকে অবসর গ্রহণ করেন। এরপর অনেকেই আশা করেছিলেন এবছর আইপিএলে তার নজরকাড়া পারফরম্যান্স দেখতে পাবে। কিন্তু তেমনটা আর হলো না।
Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and his family during this time.
KS Viswanathan
CEO— Chennai Super Kings (@ChennaiIPL) August 29, 2020
শনিবার চেন্নাই সুপার কিংস-এর তরফ থেকে টুইট করে সুরেশ রায়নার প্রত্যাবর্তন নিয়ে ব্যক্তিগত কারনের কথা উল্লেখ করা হলেও আইপিএলের ইতিহাসে এই প্রথম বার সুরেশ রায়নার না থাকা নিয়ে বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করেছেন জৈব বলয় নিয়ে সন্তুষ্ট নন সুরেশ রায়না। এমনকি এও মনে করা হচ্ছে যে অন্যান্য ক্রিকেটাররাও রায়নার দেখানো পথেই হাঁটতে পারেন।