বীরভূমবাসীদের জন্য সুখবর, করোনা মোকাবিলায় প্রস্তুত সিউড়ি সদর হাসপাতাল

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের পাশাপাশি জর্জরিত বীরভূম। এই জেলায় প্রায় প্রতিদিনই শতাধিক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। শুধু আক্রান্ত হওয়া নয়, পাশাপাশি করোনায় প্রাণ হারাতে হচ্ছে জেলার একাধিক মানুষকে। সংখ্যাটা প্রায় প্রতিদিন বেড়ে চলেছে। আর এই পরিস্থিতিতে এবার করোনা মোকাবেলায় প্রস্তুত হলো সিউড়ি সদর হাসপাতাল বা সিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল।

Advertisements

বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরী ভিত্তিতে ২০০ বেডের কোভিড ওয়ার্ড তৈরি করা হলো। আগামী ১১ মে থেকে শুরু হবে চিকিৎসা। প্রয়োজন পড়লে আগামী দিনে এই বেড সংখ্যা আরও বাড়ানো হবে এবং তা ৪০০ বেডে রূপান্তরিত করা হবে বলেও জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।

Advertisements

তবে সিউড়ি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে ঘোষণা করা হলেও অন্যান্য রোগীদের কোন রকম অসুবিধা হবে না বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য রোগীদের আগে যেভাবে যেমন চিকিৎসা চলছিল ঠিক সেইভাবেই চিকিৎসা চলবে। অর্থাৎ কোভিড আক্রান্ত রোগীদের জন্য সম্পূর্ণ আলাদা বন্দোবস্ত করছে বীরভূম জেলা প্রশাসন।

Advertisements

[aaroporuntag]
প্রসঙ্গত, বীরভূমে এযাবত মাত্র দুটি কোভিড হাসপাতাল রয়েছে। একটি হলো বোলপুরের গ্লোকাল হাসপাতাল এবং অন্যটি হলো রামপুরহাটের রামপুরহাট মেডিকেল কলেজ। এই দুটি হাসপাতালে যথাক্রমে বেড সংখ্যা রয়েছে ৯০ এবং ১৬০। অর্থাৎ সর্বসাকুল্যে বেড সংখ্যা ২৫০। সেই জায়গায় জরুরী ভিত্তিতে ২০০ বেড এবং পরবর্তীতে আরও ২০০ বেড বিশিষ্ট সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কোভিড হাসপাতাল হিসাবে পরিগণিত হওয়ায় চিকিৎসার বিষয়ে অনেকটাই স্বস্তি ফিরল বীরভূমের বাসিন্দাদের।

Advertisements