সাত ৭টি ছবির অফার সুশান্ত পেলেও চলে যায় অন্যদের কাছে

নিজস্ব প্রতিবেদন : বলিউডের তরুণ এবং উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে ফুটে উঠছে বলিউডের নানান দিক।জানা গিয়েছে অবসাদের কারণেই এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেতা। আর এর পর থেকেই বারবার উঠে আসছে বিভিন্ন ছবির প্রসঙ্গ, যেগুলি নাকি প্রথমে সুশান্ত সিং রাজপুতকে দেওয়া হলেও পরে তার কাস্টিংয়ে অন্যান্যদের দেখা যায়।

আর এসব ঘটনার জন্য অভিযোগ উঠছে বিভিন্ন প্রোডাকশন হাউসের দিকে। আইনজীবী সুধীর কুমার ওঝা একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালি এবং করণ জোহরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এরকম পরিস্থিতিতে সাত ৭টি ছবির খোঁজ পাওয়া গিয়েছে যেগুলিতে প্রথম পছন্দ ছিল সুশান্ত এবং কাস্ট করা হয় অন্য কাউকে।

গোলিও কি রাসলীলা রামলীলা : সঞ্জয় লীলা বনসালির এই ছবির পর বলিউডে রণবীর সিংয়ের জায়গা পাকাপাকিভাবে হয়ে যায়। তবে বর্তমানে বলিউড থেকে উঠে আসা বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে এই ছবিটিতে অভিনয়ের জন্য প্রথম সুশান্ত সিং রাজপুতকে অফার করা হয় কিন্তু সেই সময় অন্য প্রজেক্ট হাতে থাকার জন্য তিনি এটি সাইন করেননি এবং ছবিটি রণবীর সিংয়ের কাছে চলে যায়। পরবর্তীকালে বক্স অফিসে এই ছবি ভালো উপার্জন করে। সুশান্তকে ছাড়া না হলেও তখন যশ রাজের সঙ্গে চুক্তিবদ্ধ রণবীর সিংকে ছবিটি করার অনুমতি দেওয়া হয়েছিল। ২০১৩ সালের নভেম্বরে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ছবিটি।

বাজিরাও মস্তানি : সঞ্জয় লীলা বনসালির ‘বাজিরাও মস্তানি’ ছবি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বক্স অফিসে এই সিনেমা হিট হয়। জানা গিয়েছে এই ছবিটির অফারও আগে সুশান্ত সিং রাজপুতের কাছে আসে। কিন্তু তখন অন্য প্রজেক্টের কাজে ব্যস্ত থাকায় তিনি ছবিটি করেননি। ছবিটি করেন রণবীর সিং। পরবর্তীকালে এই ছবিটিও ব্যাপকভাবে সফল হয়।

বেফিকরে : ইয়াশ রাজ ফিল্মসের এই ছবিটি পরিচালনা করেছেন আদিত্য চোপড়া। এই ছবিটিও প্রথমে সুশান্ত সিং রাজপুতকে অফার করা হয়েছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি এটাও জানা গিয়েছে সুশান্তকে না জানিয়েই নাকি এই পরিবর্তন করা হয়েছিল।

আশিকি ২ : মোহিত সুরি পরিচালিত এই বিখ্যাত ছবিটির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিল সুশান্ত সিং রাজপুত। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই ছবিটি আদিত্য রায় কাপুরের কাছে চলে যায়।

হেট স্টোরি : সুশান্তের মৃত্যুর পর পরিচালক বিবেক অগ্নিহত্রি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে জানিয়েছেন হেট স্টোরির জন্য তিনি সুশান্তকে স্বাক্ষর করিয়েছিলেন কিন্তু বালাজির জন্য তাকে কাস্ট করাতে পারেননি।

হাফ গার্লফ্রেন্ড : চেতন ভগতের বিখ্যাত বই হাফ গার্লফ্রেন্ড-এর উপরেই এই ছবিটি তৈরি হয়। এই ছবিটিতে অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনয় করেন। কিন্তু জানা যাচ্ছে এই ছবির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিল সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন।

রোমিও আকবর ওয়ালটর : বলিউডের এই ছবিটি সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা পায়। ছবিতে জন আব্রাহামকে দেখা যায় আন্ডার কভার স্পাই হিসাবে। অনেকেই হয়তো জানেন না যে এই ছবিটি প্রথমে সুশান্ত সিং রাজপুতকে অফার করা হয়েছিল। পরবর্তীকালে ঠিক হয় রোলটি করবেন জন আব্রাহাম।

সারে জাহান সে আচ্ছা : ভারতের প্রথম চন্দ্র অভিযানকারী রাকেশ শর্মার জীবনী গাঁথাকে নিয়ে গড়ে তৈরি হওয়া এই ছবিটি এখনো মুক্তি পায়নি। তবে জানা গিয়েছে এই ছবির অফার প্রথমে সুশান্ত সিং রাজপুতকে দেওয়া হয়। সুশান্ত ছাড়াও আমির খান ও শাহরুখ খানকেও প্রযোজকদের পছন্দ ছিল কিন্তু শেষমেষ ছবিটি ভিকি কৌশলের কাছে যায়।

সড়ক-২ : এই ছবির জন্যও নির্মাতাদের সুশান্ত সিং রাজপুতকে পছন্দ ছিল বলে জানা গিয়েছে। কিন্তু পরে ছবিটি আদিত্য রায় কাপুরকে দেওয়া হয়।

ফিতুর : সুশান্ত সিং রাজপুতের এই ছবির পরিচালক অভিষেক কাপুরের ভালো সম্পর্ক ছিল। জানা যাচ্ছে তার এই ছবিটির অফার প্রথমে সুশান্তের কাছে যায় কিন্তু পরবর্তীকালে সুশান্ত ব্যস্ততার জন্য ছবিটি রিফিউজ করে দিলে সেটি আদিত্য রায় কাপুরের কাছে চলে যায়। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।

কবির সিং : দক্ষিণী সিনেমা অর্জুন রেড্ডির হিন্দি রিমেক এই ছবি কবির সিং নিয়ে শোরগোল তৈরি হয় বলিউডে। শহীদ কাপুরের আগে সুশান্ত সিং রাজপুতকে প্রযোজকদের পছন্দ ছিল। কিন্তু সুশান্ত সিং রাজপুত এই ছবিটি করেননি বলে জানা গিয়েছে।