নিজস্ব প্রতিবেদন : রবিবার সকালে সুশান্ত সিং রাজপুত মুম্বাইতে নিজের ফ্ল্যাটেই নিজেকে শেষ করে দেন। কেন কি কারণ সব রয়ে গেল অজ্ঞাত।
যদিও কঙ্গনা রানাওয়াতের বক্তব্য অনুসারে, বলিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছিলেন সুশান্ত। যশরাজ ফিল্মস প্রোডাকশনের সাথে তার বিবাদ হয়েছিলো। বিবাদ তৈরি হয়েছিল করণ জোহরের সঙ্গেও। ফলস্বরূপ গত দেড় বছর বলিউডের কোন পার্টিতে আমন্ত্রণ পাননি সুশান্ত। বলিউডে সুযোগ পেয়েছিলেন নিজের প্রতিভা ও যোগ্যতার জন্যই। কিন্তু বলিউড তাকে যোগ্য সম্মানটুকু দেয়নি। কোন গডফাদার ছিলনা তার বলিউড ইন্ডাস্ট্রিতে, ছিল শুধু প্রতিভা! টিকে থাকার সেই লড়াইয়ে তাই এক সময় হেরে গেলেন সুশান্ত।
সুশান্ত সিং রাজপুতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রিয়া চক্রবর্তীর। যতদূর শোনা যাচ্ছে লকডাউন শুরু হওয়ার সময় থেকে সুশান্তের সঙ্গে ছিলেন রিয়া। একটা সময় দুজনের মধ্যে মনোমালিন্য হয়। তারপর নিজের বান্ধবীর বাড়িতে চলে আসেন রিয়া। দুজনের নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল নভেম্বরে। কিন্তু তার আগেই সব শেষ! নায়ক বিদায় নিলেন পৃথিবী থেকে!
সুশান্তের মৃত্যুর জন্য অনেকেই দায়ী করেছেন রিয়াকে। যত দূর শোনা যাচ্ছে সুশান্তের ফ্ল্যাট থেকে চলে আসার পর তার ফোন ও ধরতেন না রিয়া। এমনকি শনিবার রাতেও সুশান্ত ফোন করেছিলেন রিয়াকে। রিয়া ধরেননি সেই ফোন। সুশান্তের সঙ্গে নাম জড়িয়ে রিয়া চক্রবর্তীর। কিন্তু তিনি কে? আসলে এই রিয়া চক্রবর্তী একজন বাঙালি। তিনি নিজেও একজন অভিনেত্রী।
২০০৯ সালে এমটিভি ইন্ডিয়ার ‘টিভিস স্কুটি টিন ডিভা’র মাধ্যমে গ্ল্যামার জগতে আসেন রিয়া। দিল্লিতে গিয়ে ভিজে-র জন্য এমটিভি-তে অডিশন দিয়ে নির্বাচিত হন। এমটিভির অনেক শো’তেই সঞ্চালনা করতেন রিয়া। ২০১২ সালে রিয়ার প্রথম ছবিটি ছিল একটি তেলেগু ছবি। সিনেমার নাম ছিল ‘তুনেগা তুনেগা’। ২০১৩ সালে ‘মেরে ড্যাড কি মারুতি’ সিনেমা করে তিনি বলিউড জগতে পা রাখেন। এরপর ২০১৪ সালে ‘সোনালি কেবল’ সিনেমাটি মুক্তি পায়। ২০১৭ তে ‘ব্যাঙ্ক চোর’ করেন। ২০১৮ তে ‘জলেবি’ মুভিতে অভিনয় করেন। ‘হাফ গার্লফ্রেন্ড’ ও ‘দোবারা সি ইওর ইভিল’-এ ক্যামিও করেছিলেন রিয়া চক্রবর্তী।
২০২০ সালে সুশান্তের সাথে জুটি হয়ে ‘রম-কম’-এ অভিনয় করার কথা ছিল তার। মে মাস থেকে এই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা করোনাভাইরাস ও লকডাউনের কারণে এই শ্যুটিং বন্ধ রাখতে বাধ্য হন রামিজাফরি। সুশান্তের শেষ অভিনীত সিনেমা ছিল ‘দিল বেচারা’। যদিও এই সিনেমা এখনো রিলিজ হয়নি। রিলিজ করলে সুশান্তের ভক্তমণ্ডলী যে পছন্দের নায়ককে শেষবার দেখবার জন্য ভিড় করবেন তা বলাই বাহুল্য।