সুশান্ত সিং রাজপুতের পূরণ না হওয়া ৫০টি স্বপ্ন

নিজস্ব প্রতিবেদন : ফুল পরিস্ফুটিত হওয়ার আগেই ঝড়ে গেছে। সুশান্ত সিং রাজপুত, যিনি সবেমাত্র বলিউডে নিজের জায়গা তৈরি করে প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্যদের পিছনে ফেলতে শুরু করেছিলেন তিনি চলে গেলেন সবকিছুকে ছেড়ে।

আজ থেকে মাত্র ৯ মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তিনি, লিখেছিলেন তার জীবনের ৫০টি স্বপ্নের কথা, প্রকাশ করেছিলেন ৫০টি স্বপ্নের তালিকা। তিনি জীবনে যে স্বপ্নগুলি পূরণ করতে চেয়েছিলেন। লাইক, কমেন্টে ভরে যায় সেই পোস্ট। অথচ আজ, ৯ মাস পরে একইভাবে রয়ে গেল সেই স্বপ্নের তালিকা, চিরঘুমে চলে গেলেন স্বপ্নের মালিক।

এত স্বপ্ন দেখতে ভালোবাসা একটা মানুষ অবশেষে তার স্বপ্নগুলিকে ফেলে রেখে নিজের হাতেই শেষ করে দিলেন! স্বপ্ন দেখা দুটি চোখ বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য। সেই স্বপ্নের তালিকা এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আফসোস একটাই, এত স্বপ্ন বুকে নিয়েই কেন নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নিলেন সুশান্ত।

সুশান্তেরর হঠাৎ চলে যাওয়ায় শোকস্তব্ধ ভারতের দর্শক থেকে রাজনৈতিক মহল, খেলোয়াড় থেকে তরুণ প্রজন্ম। ভক্তদের কাছে এযেন একটা দুঃস্বপ্ন। কে ভাবতে পেরেছিল এত স্বপ্ন বুকে নিয়েই মাত্র ৩৪ বছর বয়সে নিজেকে শেষ করে দেবেন তিনি। মাত্র ৩৪ বছর বয়সে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি, হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের হার্ট থ্রব। সে-ই আজকে নেই।

সুশান্ত সিং রাজপুতের অসম্পূর্ণ স্বপ্নের তালিকা

তিনি চাইতেন প্লেন উড়াতে, আইরন ম্যান ট্রিল্যাথনের জন্য প্রশিক্ষণ নিতে চেয়েছিলেন, বাঁ-হাতে ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চাইতেন, গোটা ইউরোপ ঘুরতে চেয়েছিলেন ট্রেনে চেপে, নাসার ওয়ার্কশপে পাঠাতে চেয়েছিলেন ১০০ জন পড়ুয়াকে। অ্যাস্ট্রোনট হতে চাইতেন তিনি। নিজের টেলিস্কোপ দিয়ে তারা দেখতেন।

নারী স্বনির্ভরতার কাজ করতে চাইতেন তিনি, প্রশিক্ষণ দিতে চাইতেন সেলফ ডিফেন্সের। নাচ ও মার্শাল আর্টস শেখাতে চাইতেন ছোটদের। মার্শাল আর্টের ডিগ্রিও আছে, তার সাথে ওয়েস্টার্ন ডান্সের ট্রেনিংও নিয়েছিলেন তিনি। যেগুলিই দিতে চাইতেন ছোটদের।

একজন ভালো দাবাড়ু হওয়ার স্বপ্ন ছিল তাঁর। স্বপ্ন ছিল একদিন কোনো বিশ্ব চ্যাম্পিয়নের সাথে দাবা খেলবেন। নিজের একটি ল্যাম্বর্গিনি গাড়ি কেনার স্বপ্ন ছিল। ফটো তুলতে ভালোবাসতেন তিনি। ইচ্ছে ছিল একদিন কোনো জ্বলন্ত অগ্নেয়োগিরির ফোটো তুলবেন।

বিখ্যাত খেলোয়াড়ের সঙ্গে পোকার খেলা, বই লেখা, নাসা-র ওয়ার্কশপে অংশ নেওয়া, ছ’মাসে সিক্স প্যাক অ্যাবস বানানো, জলের নীচ দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক ভাবে সৃষ্ট নদীতে সাঁতার কাটা, এক সপ্তাহ জঙ্গলে কাটানো, বৈদিক যুগের জ্যোতিষশাস্ত্র শেখা ও ডিজনিল্যান্ডে বেড়াতে যাওয়ারও ইচ্ছে ছিল সুশান্ত সিং রাজপুতের।

এর পাশাপাশি একটি ঘোড়া পোষার স্বপ্ন ছিল সুশান্তের। সবাই যেন বিনামূল্যে শিক্ষার সুযোগ পান, তার ব্যবস্থা করতে আগ্রহী ছিলেন তিনি। ১০ রকম ঘরানার নাচ শিখতে চেয়েছিলেন। আন্টার্কটিকা বেড়াতে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।

পলিনেশিয়ান জ্যোতির্বিদ্যা শেখা, নিজের প্রিয় ৫০টি গান গিটারে তোলা, চাষবাসও শিখতে চেয়েছিলেন সুশান্ত। দু’হাতে সমান বল প্রয়োগ করে তিরন্দাজি শেখারও ইচ্ছা ছিল তাঁর।

এ ছাড়াও তার স্বপ্ন ছিল ভিয়েনার সেন্ট স্টিফেনস ক্যাথিড্রালে যাওয়া, সেনাবাহিনীর জন্য পড়ুয়াদের প্রস্তুত করা, সার্ফিং-সহ আরও অনেক কিছু। আর এগুলির মধ্যে বেশির ভাগই অসম্পূর্ণ থেকে গেল।