‘অনলাইনে নয়, সুশান্তের শেষ ছবি প্রেক্ষাগৃহে মুক্তি চাই’, সরব অনুরাগীরা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একরাশ স্বপ্ন নিয়ে বলিউডে পাড়ি দেওয়া তারকা মাত্র ৩৪ বছর বয়সে যখন অন্যান্য উঠতি তারকাদের টেক্কা দিতে শুরু করেছিলেন তখন তিনি নিজের চরম সিদ্ধান্তে পৃথিবী ছেড়ে অন্য জগতে পাড়ি দেন। চলচ্চিত্র জগতের এই তারকা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে সুশান্ত অনুরাগী থেকে বলিউড। পাশাপাশি তাঁর মৃত্যুর পরই বলিউড নিয়ে উঠতে থাকে স্বজনপোষণের অভিযোগ। স্বজনপোষণ নিয়ে একাধিক তারকা বলিউডেরই অন্যান্য বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আর এমন সরগরম পরিস্থিতিতেই বৃহস্পতিবার জানা যায় সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ রিলিজ হতে চলেছে জুলাই মাসের ২৪ তারিখে।

Advertisements

Advertisements

ছবিটি রিলিজ হতে চলেছে OTT প্ল্যাটফর্ম অর্থাৎ অনলাইনে। আর এখানেই আপত্তি সুশান্ত অনুরাগীদের। তারা অনলাইনের বদলে বড় পর্দায় প্রেক্ষাগৃহে এই ছবির মুক্তি চেয়ে সরব। সুশান্ত অনুরাগীদের মধ্যে অনেকের দাবি, “অনলাইনে নয়, সুশান্ত শেষ ছবির মুক্তি দিতে হবে প্রেক্ষাগৃহে।” আর এর পরিপ্রেক্ষিতে তারা জানান, “কোন ছবি একবার অনলাইনে মুক্তি পাওয়ার পর সেই ছবি আর প্রেক্ষাগৃহে আসে না। তাই এই ছবিটি আমরা অনলাইনে মুক্তি বন্ধের দাবি জানাচ্ছি।” পাশাপাশি অনুরাগীরা আরও জানান, “প্রেক্ষাগৃহে এই ছবিটিকে মুক্তি দেওয়া হোক। আর ছবিটি ব্লকবাস্টার হিট করানোর দায়িত্ব আমাদের। ভারতবর্ষের সবথেকে বেশি উপার্জনকারী ছবি করে তুলবো আমরা এই ছবিটিকে।”

Advertisements

আবার অনেক অনুরাগী দাবি তুলেছেন, “বর্তমান করোনা আবহে ছবিটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া সম্ভব নয়। যে কারণে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার দাবি তোলা হোক।” এই ভাবেই একের পর এক সুশান্ত অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় তাদের দাবি-দাওয়া তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ট্রেন্ডিং টপিকই হলো সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ রিলিজ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা OTT প্লাটফর্মে রিলিজ হওয়ার কথা জানায় ডিজনি হটস্টার। পাশাপাশি জানানো হয় এই ছবিটি সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার সকলেই দেখতে পাবেন। সুশান্ত সিং রাজপুতের প্রতি শেষ শ্রদ্ধা, ভালোবাসার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়।

Advertisements