মুকুলকে ২৪ ঘন্টা সময় দিলেন শুভেন্দু, কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুকুল রায়ের দলবদলের পর সোমবার সদলবলে রাজ্যপালের সাথে দেখা করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায়কে ২৪ ঘন্টা সময় দিলেন। এর মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

Advertisements

Advertisements

রাজ্যপালের সাথে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুর চরান। তিনি বলেন, “রাজ্যে তৃণমূল ২১৩ আসন পেয়ে জয়লাভের পর আমরা ভেবেছিলাম অশান্তি বন্ধ হবে। কিন্তু এর পরেও আমরা চন্দননগর, তিলজালা সহ রাজ্যের একাধিক জেলায় নানান ধরনের ঘটনা লক্ষ্য করা গিয়েছে। রাজ্যে নারী সুরক্ষাও বিপন্ন।”

Advertisements

এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, “ভোট-পরবর্তী ক্ষেত্রে রাজ্যে তিন হাজারের বেশি মামলা হয়েছে। যেসকল মামলার ৯০ শতাংশই সাজানো। প্রয়োজনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে এই সকল মামলার সত্যতা যাচাইয়ের জন্য সিবিআই তদন্তের দাবি করা হবে।”

এর সাথে সাথেই ওঠে মুকুল রায়ের প্রসঙ্গ। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “উনি যখন বিজেপিতে গিয়েছিলেন তখন কয়েক লক্ষ লোক নিয়ে বিজেপিতে যাবেন বলেছিলেন। কার সঙ্গে যোগাযোগ আছে সেটা উনি এখন বলতে পারবেন। উনি তো কোনদিন বিধায়ক হতে পারেননি। এই প্রথম বিজেপি উনাকে জিতিয়ে বিধায়ক করলো।”

সাথে সাথেই তিনি মুকুল রায়কে ২৪ ঘণ্টা সময় দিয়ে হুঁশিয়ারি দেন, “কৃষ্ণনগর উত্তরের বিধায়ক যদি আগামী কালকের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা লিখিতভাবে অধ্যক্ষের কাছে আবেদন জানাবো দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য। কেন্দ্রীয় মন্ত্রীরা বিষয়টি দেখছেন। আশা করবো মহোদয় দ্রুত নিষ্পত্তি করবেন।”

Advertisements