‘কেন্দ্রের টিকাকে টিকাশ্রী বলে চালাবে না তো!’, খোঁচা শুভেন্দুর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জনসভার অনুমতি না পেয়ে রবিবার শুভেন্দু অধিকারী পুরুলিয়ার হাটতলা মোড়ে পথসভা করলেন। আর সেই পথ সভা থেকেই করোনার টিকা, স্বাস্থ্যসাথী প্রকল্প, সরকারি চাকরির সহ একাধিক ইস্যুতে তুলোধোনা করলেন রাজ্যের তৃণমূল সরকারকে।

Advertisements

Advertisements

পথসভার মঞ্চ থেকে এদিন শুভেন্দু অধিকারীর প্রশ্ন, “কেন্দ্রীয় প্রকল্পকে আবার টিকাশ্রী বলে চালাবেন না তো!” মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি চিঠিকে কেন্দ্র করে এমন কটাক্ষ শুভেন্দুর। তার কথা অনুযায়ী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আগেই জানিয়েছেন দেশের প্রতিটি মানুষই বিনামূল্যে টাকা পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন, প্রথম দফায় করোনা যোদ্ধা এবং ৫০ বছরের বেশি বয়সী ও ৫০ বছরের কম বয়সী কো-মর্বিডিটিদের বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে। সংখ্যাটা প্রায় ৩০ কোটি।

Advertisements

আর এনিয়েই শুভেন্দু অধিকারী বলেন, “এর পরে এখন আবার রাজ্য বলছে রাজ্যবাসীরা সকলেই বিনামূল্যে টাকা পাবেন।” খোঁচা দিয়ে শুভেন্দুর নামকরণ ‘টিকাশ্রী’।

প্রসঙ্গত, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেন আগামী ১৬ তারিখ থেকে দেশজুড়ে করোনার টিকা বিতরণ করা হবে। যার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা যোদ্ধাদের একটি চিঠি দেন। যেখানে করোনার সাথে লড়াই করার জন্য তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি রাজ্যের তরফে বিনামূল্যে এই টিকা রাজ্যের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়। শুরু হয় টিকা বিতরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর। শুরুতেই বিজেপির রাজ্য পর্যবেক্ষক অমিত মালব্য খোঁচা দিয়ে টুইট করেন। আর এর পরে আবার টিকা নিয়ে খোঁচা শুভেন্দু অধিকারীর।

Advertisements