Suzuki EV Launch: বৈদ্যুতিক গাড়ির বাজারে হাড্ডাহাড্ডি লড়াই! বাজার ধরতে আসন্ন বছরে ইভি মহলে চমক দেখাবে সুজুকি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Suzuki EV Launch: ইতিমধ্যে সর্বত্র শোনা যাচ্ছে ২৭শে নভেম্বর হোন্ডা অ্যাক্টিভা ইভি লঞ্চ হওয়ার কথা। যে গাড়ির মাধ্যমে প্রথম বৈদ্যুতিক বাজারে পদার্পণ করতে চলেছে হন্ডা। আর এই খবর ছড়িয়ে পড়তেই মাথাচাড়া দিয়ে উঠেছে অন্যতম টু-হুইলার জাপানি সংস্থা সুজুকি। খবর হয়েছে হোন্ডার এই নতুন বৈদ্যুতিক স্কুটারকে টক্কর দিতে নতুন বছরে চমক দিতে আসছে জাপানি টু-হুইলার সংস্থা সুজুকি (Suzuki EV Launch)। বাজারে আনছে অ্যাডভান্স ফিচার যুক্ত এক দুর্দান্ত স্কুটার। ২০২৫এ ভারতীয় বাজারে কোন বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করবে সুজুকি? তার দামই বা কেমন হবে? কি কি বৈশিষ্ট্য থাকবে?

Advertisements

প্রসঙ্গত বর্তমানে গাড়ির জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় বহু গাড়িপ্রেমীরা বৈদ্যুতিক গাড়ির দিকে বেশ আগ্রহ দেখাচ্ছে। সেই অনুযায়ী বিভিন্ন টু-হুইলার সংস্থাগুলিও ক্রেতাদের রাশ টানতে বাজারে আনছে বিভিন্ন মডেলের ইলেকট্রিক ভার্সন। ইতিমধ্যে ইলেকট্রিক গাড়ির বাজারে জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে টিভিএস, ওলা, এথার প্রভৃতি সংস্থাগুলোর মধ্যে। আর ইতিমধ্যেই হোন্ডা অ্যাক্টিভা লঞ্চ করে সেই প্রতিযোগিতায় নাম লিখেছে হন্ডা। যার কারণে প্রতিযোগিতা বেশ বৃদ্ধি পেয়েছে। আর এই প্রতিযোগিতায় নিজের উপস্থিতি বজায় রাখতে সুজুকি (Suzuki EV Launch) পরিকল্পনা করছে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার।

Advertisements

আরো পড়ুন: কম দামে কিনে নিন বিনা জ্বালানির ইলেকট্রিক গাড়ি, রইল বিস্তারিত তালিকা

খবর রয়েছে ভারতীয় বাজারে ইলেকট্রিক স্কুটার লঞ্চের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে সুজুকি। জানা গিয়েছে গত দুই বছর ধরে বার্গম্যান ইলেকট্রিক স্কুটারের পরীক্ষা চালিয়েছে ভারতীয় রাস্তায়। তবে বার্গম্যান স্কুটার নিয়ে পরীক্ষা চালালেও সুজুকি ভারতীয় বাজারে প্রথম সুজুকি অ্যাক্সেস মডেলটিকে ইলেকট্রিক ভার্সনে লঞ্চ করবে বলে খবর রয়েছে। পরবর্তীতে বার্গম্যান স্ট্রিট ইলেকট্রিক লঞ্চ করার পরিকল্পনা রয়েছে সুজুকির।

Advertisements

আরো পড়ুন: গাড়ির মার্কেটে বড়দিনের আগেই হন্ডা আনছে নতুন চমক

উল্লেখ্য বিষয় একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মিত এই ২টি স্কুটার। তবে সুজুকি অ্যাক্সেস স্কুটারটি (Suzuki EV Launch) ব্যান্ডের একটি জনপ্রিয় মডেল হিসেবে প্রথম ইলেকট্রিক সংস্করণ হিসেবে লঞ্চ করবে। পরবর্তীতে প্রিমিয়াম স্কুটার সেগমেন্টে লঞ্চ করবে বার্গম্যান ইলেকট্রিক স্কুটার। এখনো পর্যন্ত এই দুই স্কুটারের ফিচার্স বা ডিজাইন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থা।

তবে আশা করা হচ্ছে বাজার ধরতে সুজুকি সাশ্রয়ী মূল্যের উন্নত বৈশিষ্ট্য সহ লঞ্চ করবে এই দুই স্কুটার (Suzuki EV Launch)। যা ক্রেতামহলে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কবে লঞ্চ হবে? অনুমান করা হচ্ছে আসন্ন নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে উৎসবের সময় সুজুকির এই বৈদ্যুতিক স্কুটার লঞ্চের খবর পাওয়া যাবে। অপেক্ষা শুধু সেই লঞ্চের দিন ঘোষণা।

Advertisements