Swara Bhasker: স্বরার সংসারে সতীনের উৎপাত! বিয়ের মাস কয়েকের মধ্যেই সে-কী কাণ্ড

Prosun Kanti Das

Published on:

A Satin has arrived in married life of swara Bhasker: বিয়ে হয়েছে সবেমাত্র দু মাস। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker) আইনে বিয়ে সেরে ফেলেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে। ঠিক তারপরে দিল্লিতে এক জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টি দিয়েছিলেন এই সেলিব্রেটি দম্পতি। কিন্তু অন্যান্য সেলিব্রেটি দম্পতির মতো বিয়ের পরে কোনরকম খুনসুটিপূর্ণ ছবি পোস্ট করতে দেখা যায়নি এই জুটিকে। কিন্তু এবার সবাইকে অবাক করে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। নিজের মুখেই নিজের সতীনের নাম নিলেন তিনি।

এই জনপ্রিয় অভিনেত্রী জাতিতে হিন্দু হয়ে বিয়ে করেছেন এক ইসলাম ধর্মাবলম্বী প্রেমিককে। এই বিয়ে করার জন্য তাকে বহু কটাক্ষ শুনতে হয়েছে। এমনকি চরম হিন্দুত্ববাদীরা স্বরা ভাস্করকে (Swara Bhasker) ভিনধর্মে বিয়ে করার জন্য ‘নেটপাড়ার খলনায়িকা’ করে তুলেছিলেন। তবে কোনো বিষয়কে তিনি কানে তোলেন নি।

দুঃখের বিষয় হলো যে, স্বরা ও ফাহাদকে সর্বভারতীয় ইসলাম সংগঠনের তরফ থেকেও তাকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। তাদের বিয়েকে পর্যন্ত বলা হয়েছিল নিয়ম বিরুদ্ধ। বহু নিন্দুক ও সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে এই দম্পতি এখন দিব্যি সুখেই সংসার করছেন। তাহলে কেনো হঠাৎ সতীনের নাম মুখে এলো স্বরা ভাস্করের (Swara Bhasker)?

এবার কি তাহলে সুখের সংসারে ভাঙন শুরু হচ্ছে? এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ অভিনেত্রী। টুইট করে অভিনেত্রী কি বললেন? কিন্তু একি কাণ্ড সতীনের নানে তিনি শুধু প্রশংসাই করে গেলেন। স্বরার সতীন আসলে কে? তিনি আর কেউ নন, তার স্বামীর বন্ধু। সেই বন্ধুকে শুভেচ্ছা জানাতে গিয়ে এমন পোস্ট করলেন স্বরা।

টুইটে কি বললেন স্বরা ভাস্কর? তিনি বলেন যে, তার স্বামী ফাহাদের আসল স্ত্রী হলো আরিশ কামার। কেনো এমন অদ্ভুত কথা বললেন তিনি? স্বামীর বন্ধু তথা প্রথম স্ত্রী আরিশকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই এই ইঙ্গিতপূর্ণ পোস্ট। আরিশ সর্বদা তাদের পাশে থেকেছেন। যথাসময়ে তাদের বিয়ের কাগজপত্র আদালতে জমা দিয়েছে আরিশ। সমস্তরকম তদারকি করেছে সে, এমনকি তাদের চারহাত এক হওয়ার সাক্ষীও থেকেছেন তিনি। তাই কৃতজ্ঞতাবসত স্বামীর বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে করে ফেললেন এমন মজাদার পোস্ট।