Lulu Group Malls: রাজ্য জুড়ে হবে লুলু গ্রুপের ঝাঁ চকচকে মল! কিন্তু এই অদ্ভুত নাম এলো কোত্থেকে

Lulu Group’s swarm of shiny malls across the state knows the meaning of the name: সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী দুবাইয়ের বৈঠকের পর এরাজ্যে লুলু গ্রুপের (Lulu Group Malls) বিনিয়োগ নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। ইতিমধ্যেই এই লুলু গ্রুপ নিয়ে রাজ্যবাসীর মধ্যে কৌতূহল তুঙ্গে। শুধুমাত্র নিউটাউন নয়, দুর্গাপুর থেকে আসানসোল সব জায়গাতেই বড় বড় শপিংমল খুলতে চলেছে এই লুলু গ্রুপ। বিনিয়োগ বাড়লে বাড়বে দেশের কর্মসংস্থান। কিন্তু এই অদ্ভূত নামের পিছনের আসল রহস্য কি? কারা এই লুলু গ্রুপ?

মানুষের মনে এই লুলু গ্রুপ (Lulu Group Malls) নিয়ে প্রশ্ন অনেক। লুলু গ্রুপ হলো দুবাইয়ের একটি বহুজাতিক সংস্থা। লুলু গ্রুপের চেয়ারম্যান হলেন ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের, যিনি জন্মসূত্রে একজন ভারতীয়। তার জন্ম হয়েছিল ভারতের কেরলে। লুলু গ্রুপের আসল প্রতিষ্ঠাতা হলেন তাঁর কাকা এম কে আবদ্দুলাহ। পরবর্তীকালে অবশ্য ইউসুফ আলির হাত ধরেই লুলু গ্রুপ আন্তর্জাতিক ব্যবসায় নামে।

শুনতে অদ্ভুত এই শব্দটির আসল অর্থ জানতে মরিয়া সকলে। শব্দটা যে অদ্ভুত সে বিষয়ে সন্দেহ নেই কারোর। আসলে এটি একটি আরবি শব্দ যার আসল অর্থ হলো মুক্ত। মুসলিমদের অনেকের মধ্যেই লুলু (Lulu Group Malls) নাম রাখা হয়ে থাকে। আপনারা হয়তো লক্ষ্য করবেন মুসলিম দেশগুলোতে বিভিন্ন মেয়েদের নাম হয় লুলু।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে লুলু গ্রুপ (Lulu Group Malls) এই রাজ্যে শুধুমাত্র মল তৈরি করছে তা নয়, তারা খুব শিগগিরই মাংস এবং ডেয়ারী দ্রব্য প্রসেসিং করাতে বিনিয়োগ করতে চলেছে। লুলু গ্রুপ অংশ নেবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও এবং এই গ্রুপের আধিকারিকরা খুব শীঘ্রই বিনিয়োগের ব্যাপারে খতিয়ে দেখার জন্য আসছেন এই রাজ্যে। এই গ্রুপ যদি এ রাজ্যে বিনিয়োগের পরিমাণ বাড়ায় সাথে সাথে বাড়বে কর্মসংস্থানও। বহু বেকার ছেলেমেয়েদের কাজের জায়গায় হতে পারে লুলু গ্রুপের মাধ্যমে।

বাংলায় এতদিন লুলু গ্রুপের কোনো মল না থাকলেও ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যেই এই গ্রুপটি প্রচুর মল খুলেছে। লুলু গ্রুপ হায়দ্রাবাদে তাদের ষষ্ঠতম মল খুলেছে এবং যার জন্য ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা। এর আগেও এই গ্রুপটি বিভিন্ন মল তৈরি করেছে কোচি, তিরুঅনন্তপুরম, বেঙ্গালুরু, লখনউ এবং কোয়েম্বাটোরে। লুলু গ্রুপ ভারতের দক্ষিণ দিকেই বিনিয়োগ করেছে বেশি। কিন্তু বর্তমানে লখনউ -এ লুলু গ্রুপের তৈরি মলটি দেশের বৃহত্তম মলগুলির মধ্যে একটি।