এই বয়সেও ব্লাউজ ছাড়া স্বস্তিকা, জেল্লা দেখে মাতোয়ারা নেট দুনিয়া

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট করে থাকেন স্বস্তিকা। সম্প্রতি ইনস্টাগ্রামে বেনারসি শাড়ি পরে দেখা গেলো স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ফুশিয়া পিংক এই শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে। যা দেখে মুগ্ধ হলো নেটিজেনরা।

শাড়ি স্বস্তিকার যে বড্ড প্রিয় একটি আউটফিট, তা সবাই জানেন। সে তার ইনস্টাগ্রামের পাতা হোক বা অন্য যে কোনো অনুষ্ঠান খেয়াল করলেই দেখা যায় তার শাড়ির প্রতি ভালোবাসা। শাড়ি পরতে ভালোবাসার সাথে সাথে তিনি নানান ভাবে শাড়ি পরতেও বেশ পারদর্শী।

স্বস্তিকা যে ফুশিয়া পিংক রঙের শাড়িটি পরেছিলেন,সেটির উপরে অসাধারণ বেনারসি জরির কারুকার্য করা ছিল। এই শাড়িতে সোনালি কদুয়া স্টাইল বুননকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর উপরে ফুটিয়ে তোলা হয়েছে ফ্লোরাল বা ফুলের মোটিফ। কদুয়া উইভ বুট্টার পাশাপাশি শাড়ির আঁচলেও বেনারসির অন্যতম সেরা ডিজাইনটি করা হয়েছে। আঁচলের কোণায় ফুটিয়ে তোলা হয়েছে কোনিয়া বুটা বুনন। ডিজাইনারের মুনশিয়ানায় কাতান বেনারসিটি যে নিপুণভাবে বোনা হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে।

ডিজাইনার মিতান ঘোষের ‘বিশেষ ওয়েডিং কালেকশন’-এর এই শাড়িটিকে তারা ‘গুল’ নামকরণ করেছে। আর স্বস্তিকা মুখোপাধ্যায়ের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে শাড়িটি। এই শাড়িটি পরার সময় ক্লাসি ড্রেপিং করেছেন অভিনেত্রী। তবে এই শাড়ির সঙ্গে কোনও ব্লাউজ পরেননি তিনি। যা এই লুকে একটি সাবেকি ছোঁয়া যোগ করেছে।

স্বস্তিকা মুখোপাধ্যায় তার চোখ সাজিয়েছেন গাঢ় কাজলে। মিডল পার্টিশন করেছেন চুলে। সিঁথিতে চওড়া করে সিঁদুরও পরেছেন। কপালে লাল সিঁদুরের টিপ আর দুই হাতে শাঁখা-পলা দেখা যাচ্ছে তার। আর পায়ে পরেছেন লাল আলতা। হাতের সাজ সম্পূর্ণ করেছেন সোনালি কঙ্কনে। চুল রেখেছেন সম্পূর্ণ খোলা। কানের ঝুমকো দুল তাঁর সৌন্দর্যকে কমপ্লিমেন্ট দিয়েছে।