Swiggy Homemade Meals: ভুলে যান রেস্তোরাঁর দামি খাবার, এবার সস্তায় মিলবে বাড়ির তৈরি খাবার, নয়া পরিষেবা সুইগির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে সকল সংস্থা প্রতিনিয়ত কাজ করে চলেছে তাদের মধ্যে অন্যতম হলো সুইগি (Swiggy)। দিনের পর দিন এই সংস্থা সময়ে খাবার পরিষেবা দেওয়ার জন্য রীতিমতো দেশজুড়ে জনপ্রিয়। দেশের কোটি কোটি গ্রাহক রয়েছেন যারা সুইগি থেকে খাবার অর্ডার করে থাকেন। আর এই সংস্থা এবার এমন এক পরিসেবা নিয়ে এলো যার মাধ্যমে সস্তায় বাড়ির তৈরি খাবার (Swiggy Homemade Meals) পেয়ে যাবেন গ্রাহকরা।

Advertisements

সুইগি সহ এই ধরনের খাবার ডেলিভারি দেওয়ার যে সকল সংস্থা রয়েছে সেগুলিতে সাধারণত রেস্তোরাঁয় তৈরি খাবার পাওয়া যায়। রেস্তোরাঁয় তৈরি খাবার একদিকে যেমন মুখরোচক হয়ে থাকে, ঠিক সেই রকমই তা হয় দামি। আবার এই ধরনের খাবার প্রতিদিন খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। যে কারণে অনেকেই রয়েছেন যারা রেস্তোরাঁর খাবার থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন। এবার সেই সকল গ্রাহকরা সুইগি থেকে পেয়ে যাবেন বাড়ির তৈরি স্বাস্থ্যকর খাবার।

Advertisements

সুইগির তরফ থেকে এমন পরিষেবা ২০১৯ সালেই শুরু করা হয়েছিল। তবে পরবর্তীতে করোনা অতিমারি চলার কারণে এই পরিষেবার জনপ্রিয়তা হারিয়ে যায় এবং শেষ পর্যন্ত সংস্থা এমন পরিষেবা বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে আবার এই পরিষেবা শুরু করা হচ্ছে। নতুন করেই পরিষেবা শুরু করার পাশাপাশি সংস্থার তরফ থেকে গ্রাহকদের নতুন অফার দেওয়া হচ্ছে, যার ফলে খুব তাড়াতাড়ি এই পরিষেবা জনপ্রিয়তা লাভ করবে বলেই আশা।

Advertisements

আরও পড়ুন ? Swiggy IPO: শুধু খাবার কেনা নয়, এবার Swiggy দিচ্ছে লাখ লাখ টাকা কামানোর সুযোগ

নতুন করে এই পরিষেবা শুরু করার পাশাপাশি সংস্থার তরফ থেকে এখন গ্রাহকদের তিন দিন থেকে এক মাসের প্ল্যান বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। এর ফলে গ্রাহকরা যেমন প্রতিদিন অর্ডারের ঝামেলা থেকে মুক্তি পাবেন ঠিক সেই রকমই আবার খরচ অনেকটাই কমে যাবে। সুইগির তরফ থেকে এই যে পরিষেবা চালু করা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে সুইগি ডেইলি। এই পরিষেবার মধ্য দিয়ে নিরামিষ এবং আমিষ দুই ধরনের খাবারই গ্রাহকদের দেওয়া হবে।

সুইগি বাড়ির তৈরি খাবার গ্রাহকদের পাতে তুলে দেওয়ার জন্য যে নতুন পরিষেবা ফেরাচ্ছে সেই পরিষেবায় ২০০ টাকা খালির মধ্যেই পেট পুরে খাবার পাওয়া যাবে। যদিও খাবারের মেনুর পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ গ্রাহকদের নতুন নতুন মেনু বেছে নেওয়ার ক্ষেত্রে চার্জ বাড়তে অথবা কমতেও পারে। ইতিমধ্যেই এমন পরিষেবা বেশ কিছু জায়গায় চালু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে এবং পরবর্তীতে অন্যান্য জায়গাগুলিতেও চালু করা হবে।

Advertisements