TATA রা আসছেন বড় পর্দায়, জীবনী নিয়ে আসছে সিনেমা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের যে সকল শিল্পপতিরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো টাটা পরিবার। জামসেদজী টাটার হাত ধরে শুরু হয়েছিল শিল্প। তারপর থেকে তার পরবর্তী প্রজন্মের সদস্যরা দক্ষতার সঙ্গে সেই শিল্পকে সামলাচ্ছেন। আর এবার টাটা পরিবার উঠে আসছে সিনেমার পর্দায়।

Advertisements

কেবলমাত্র শিল্পের মধ্য দিয়ে ব্যবসা বাড়িয়ে তোলায় নয়, পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এই টাটা গোষ্টিকে দেশের জন্য হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে। বিশেষ করে করোনাকালে যখন সমস্ত দিক দিয়ে জর্জরিত হয়ে পড়ে সেই সময় টাটা গোষ্ঠীকে দেশের মানুষদের জন্য বিপুল পরিমাণ অর্থ অনুদান স্বরূপ দিতে দেখা যায়। এই পরিবারই এবার সিনেমার পর্দায় উঠে আসার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে আলাদা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Advertisements

টাটা পরিবারকে নিয়ে সিনেমা তৈরি করার বিষয়ে গত দু’বছর ধরে নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে অনেক ক্ষেত্রে সেই গুঞ্জনকে অস্বীকার করতে দেখা যায় অভিনেতাদের। তবে এবার t-series এর কর্ণধার ভুষণ কুমার নিজেই জানিয়েছেন টাটা গোষ্ঠীকে নিয়ে সিনেমা তৈরি করার বিষয়টি। সুতরাং গত দু’বছর ধরে গুঞ্জন থাকলেও এবার যে এই সিনেমা আসছে তা নিয়ে নিশ্চিত।

Advertisements

টাটা পরিবারকে নিয়ে যে সিনেমা আসতে চলেছে সেই সিনেমাটির নাম রাখা হচ্ছে ‘দ্য টাটাস’। সিনেমাটি আনা হচ্ছে টি সিরিজের এবং যৌথ অল মাইটি মোশন পিকচারস-এর প্রযোজনায়। এই সিনেমায় থাকবে টাটা পরিবারের তিন প্রজন্মের কাহিনী। টাটা পরিবারের কাহিনী ছাড়াও এই সিনেমায় থাকতে চলেছে পুরো পার্সি পরিবারের ওঠানামা এবং তাদের সংগ্রামের কাহিনী।

গুজরাতের নবসারি গ্রামে ১৮২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন নাসেনওয়ানজি টাটা। তবে পারিবারিক পৌরোহিত্য ছেড়ে নতুন কিছু করে দেখানোর তাগিদে তিনি পা রেখেছিলেন বোম্বেতে। সেখানেই তিনি তুলোর ব্যবসা শুরু করেন এবং সেই তুলোর ব্যবসা পরবর্তীকালে ইন্ড্রাস্ট্রিতে রূপান্তরিত হয় জামসেদজী টাটা হাত ধরে। বর্তমানে সেই ব্যবসা সমানভাবে এগিয়ে নিয়ে চলেছেন জামসেদজীর দুই পুত্র দোরাব এবং রতন।

Advertisements