ঘোষিত হল টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল, নতুন ভূমিকায় দলে ফিরলেন ধোনি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টি-২০ বিশ্বকাপ নিয়ে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অন্যদিকে এই ২০ ওভারের বিশ্বকাপে ভারতীয় দলের কোন কোন সদস্যরা খেলবেন তা জানার জন্যও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল চরম উৎসাহ। সেই উৎসাহের অবসান ঘটে বুধবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হলো।

Advertisements

বুধবার ম্যানচেস্টারে থাকা ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একপ্রস্থ বৈঠক করার পরেই এই দল ঘোষণা করা হয়। প্রত্যাশিতভাবেই এই দলের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি। তবে ভারতীয় এই দলে এবার সবথেকে চমক হলেন মহেন্দ্র সিং ধোনি। টিম ইন্ডিয়ায় তার প্রত্যাবর্তন ঘটতে চলেছে নতুন রূপে। তিনি এই দলে মেন্টরের ভূমিকা পালন করবেন।

Advertisements

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের প্রতিনিধিদের যে নাম ঘোষণা করা হয়েছে সেখানে সহ-অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। উইকেট কিপার হিসাবে নাম রয়েছে ঋষভ পন্থ, ঈশান কিষাণের। পাশাপাশি এই টি-২০ বিশ্বকাপে নাম রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। তবে দলে জায়গা পাননি কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহঃ সিরাজ, ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটাররা।

Advertisements

অন্যদিকে চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনা হচ্ছে। ২০১৬ সালে ছোট ফরম্যাটে যেভাবে বিশ্বকাপ খেলা হয়েছিল সেই ফরম্যাটের পরিবর্তে আইসিসি এবার ম্যাচের সংখ্যা বাড়াচ্ছে। এবার এই সিরিজ শুরু হবে প্রথম থেকেই দু’ভাগে বিভক্ত হয়ে। সিরিজ শুরু হওয়ার ক্ষেত্রে অর্থাৎ কোয়ালিফাইং রাউন্ডে আটটি দল একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে। দুটি গ্রুপে ভাগ থাকবে এই আটটি দল।

কোয়ালিফাইং রাউন্ডে গ্রুপ A-তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া এবং গ্রুপ B-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান। সেখান থেকে প্রথম চারটি দল উঠে আসবে পরের রাউন্ডে। এই চারটি দল এবং আইসিসি ক্রমতালিকায় থাকা প্রথম আটটি দল অর্থাৎ মোট ১২টি দল নিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব সুপার ১২।

সুপার ১২ আবার দু’টি ভাগে বিভক্ত রয়েছে। প্রথম ভাগে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে আসা দু’টি দল। দ্বিতীয় ভাগে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে আসা দুটি দল। সুপার ১২ শেষ হওয়ার পর প্রথম চারটি দলের মধ্যে হবে সেমিফাইনাল।

টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহঃ শামি।

Advertisements