নিজস্ব প্রতিবেদন : আগামীকাল অর্থাৎ রবিবার ২২ শে মার্চ দেশজুড়ে জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মোকাবিলায় দেশের জনসাধারণের কাছে নরেন্দ্র মোদি আর্জি করেছেন, সকাল ৭ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য বাড়িতে থাকার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই জনতা কারফিউ পরীক্ষামূলক ও পুরোটাই সতর্কতামূলক ব্যবস্থা। আর এই জনতা কারফিউ কার্যকর করতে বন্ধ হতে চলেছে গণপরিবহনের বিরাট অংশ। চলুন দেখে নেওয়া যাক কি কি বন্ধ হচ্ছে।
রবিবার মধ্যরাত থেকে বন্ধ থাকছে লোকাল ট্রেন। কেবলমাত্র জরুরী পরিষেবা চালু রাখার জন্য বেশ কয়েকটি লোকাল ট্রেন চালু রাখা হতে পারে চাহিদা অনুযায়ী। রবিবার ভোর ৪টে ১০ থেকে রাত্রি ১০টা পর্যন্ত বন্ধ থাকবে মেল, প্যাসেঞ্জার ও ইন্টারসিটি ট্রেন। তবে স্টেশনের বাড়তি ভিড় কমাতে প্রয়োজন মতো প্যাসেঞ্জার ট্রেন চালানো হতে পারে।
জনতা কারফিউয়ের সময় দেশের কোন জায়গায় IRCTC-র রেস্তোরাঁয় পরিষেবা পাওয়া যাবে না।
পশ্চিমবঙ্গে এই সময় কমানো হবে মেট্রো পরিষেবা। এমনকি বাস, ট্রাক, ট্যাক্সির চাকাও গড়াবে না বলে খবর।
সর্বভারতীয় একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, রবিবার ২২০০০ হলুদ ট্যাক্সির জায়গায় কমবেশি মাত্র ২০০০ হলুদ ট্যাক্সি চলতে পারে।
অ্যাপক্যাব ১৮০০০-এর জায়গায় চলতে পারে মাত্র ১২০০।
Keeping in view that the demand for rail travel will be vastly reduced during ‘Janata Curfew’ on 22nd March, train services will be regulated.
Let us follow PM @NarendraModi ji’s call and take precautions to prevent the spread of Coronavirus. #IndiaFightsCorona pic.twitter.com/oZdGZhBD92
— Piyush Goyal (@PiyushGoyal) March 20, 2020
সর্বভারতীয় ওই সংবাদপত্রের খবর অনুযায়ী জানানো হয়েছে রাজ্যজুড়ে যেখানে ৩৭ থেকে ৪০ হাজার বেসরকারি বাস চলে, সেই জায়গায় রবিবার প্রথমার্ধে চলতে পারে মাত্র ২০০০। ৮০০০ মিনিবাসের জায়গায় চলতে পারে মাত্র ৫০০-৫৫০। তবে পরিস্থিতি বুঝে বেলার দিকে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে।