Recurring Deposits of HDFC Bank: মাসে মাসে ১০০০ টাকা করে রাখলেই মিলবে ৭২ হাজার টাকা! বাজার কাঁপাচ্ছে HDFC-র এই প্ল্যান

Prosun Kanti Das

Published on:

Advertisements

Take a Glance at Recurring Deposits of HDFC Bank: সঞ্চিত অর্থ একটু একটু করে বৃদ্ধি করতে কে না চায়? নিশ্চিত রিটার্ন পাবার আশায় সাধারণ মানুষের প্রথম ভরসা ব্যাংক। ব্যাংকের তরফ থেকেও বিনিয়োগের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। সাধারণ মানুষের কাছে সব থেকে পছন্দের প্রকল্প হল ফিক্স ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট। দুটি থেকেই মোটা টাকা রিটার্নের সুযোগ থাকে। ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে লকিং পিরিয়ডের মধ্যে টাকা গচ্ছিত রেখে একটি নির্দিষ্ট সময়ের পর রিটার্ন পাওয়া যায়। কিন্তু রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে প্রতিমাসে সুদের মাধ্যমে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। রেকারি ডিপোজিটের মধ্যেও রয়েছে একাধিক ভাগ। কোন রেকারিং ডিপোজিটটি আপনার জন্য সবচেয়ে ভালো? চলুন জেনে নেওয়া যাক।

Advertisements

ব্যাংক প্রদত্ত পরিষেবা গুলির মধ্যে আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চিত রাখতে হয় ব্যাংকে। ডিপোজিট এর সময়সীমা শেষ হলে মোটা সুদের হারে টাকা রিটার্ন পাওয়া যায় এই স্কিম থেকে। সঞ্চিত অর্থের তুলনায় হাতে পাওয়া টাকার পরিমান অনেকটাই বেশি হয়ে দাঁড়ায়। রেকারিং এর ক্ষেত্রে বেশকিছু ভাগ রয়েছে। কোন গ্রাহক চাইলেই নিজের পছন্দ মতন রেকারিং ডিপোজিট থেকে বেছে নিতে পারেন বিনিয়োগের জন্য ।

Advertisements

ভারতের বিভিন্ন ব্যাংকে রেকারিং ডিপোজিটের প্রচলন রয়েছে। আরডির জন্য প্রদত্ত সুদের পরিমাণ একেক ব্যাংকের ক্ষেত্রে একেক রকম। সাধারণত ৫.৫০ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশের মধ্যেই সুদের হার ধার্য করা হয় আরডি স্কিমগুলোর জন্য। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণ কিছুটা বেশি থাকে সব ব্যাংকেই। সাধারণ নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের ৫০ শতাংশ বেসিক সুদ বেশি দেওয়া হয় ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে।

Advertisements

আরও পড়ুন ? Imam Allowance Increased: কপাল খুলল ৭০ হাজার ইমাম-মোয়জ্জমের! এবার মিলবে আরও বেশি টাকা, ভাতা বাড়াল রাজ্য

এই মুহূর্তে রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সব থেকে বেশি সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাংক ((Recurring Deposits of HDFC Bank))। মেয়াদ অনুযায়ী, সুদের হারে পার্থক্য রয়েছে। এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে ৬ মাসের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সুদ দেওয়া হয় ৪.৫০ শতাংশ। ৯ মাসের জন্য আরডি করলে সুদ পাওয়া যাবে ৫.৭৫ শতাংশ। ১২ মাসের মেয়াদের জন্য ৬.৭ শতাংশ, ১৫ মাসের মেয়াদের জন্য ৭.১০% সুদের হার ধার্য করা রয়েছে। এছাড়া ১ বছর থেকে ২ বছরের যেকোন মেয়াদের আরডির ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয়েছে ৭ শতাংশ।

এইচডিএফসি ব্যাংকে ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিট (Recurring Deposits of HDFC Bank) করলে সে ক্ষেত্রেও সুদের হার থাকবে ৭ শতাংশ। কেউ যদি এইচডিএফসি ব্যাংকে ৫ বছরের রেকারিং ডিপোজিটের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে তার সঞ্চিত অর্থের পরিমাণ হবে ৬০ হাজার টাকা। তার সাথে ৭ শতাংশ হিসেবে তিনি ৫ বছর পর পাবেন ১১৯৩৩ টাকা। অর্থাৎ ৫ বছর পর সুদ আসল মিলে তিনি হাতে পাবেন ৭১ হাজার ৯৩৩ টাকা। প্রবীণ নাগরিকদের জন্য একই সময় সীমায় সুদের হার ৭.৫০ শতাংশ। সেই হিসেবে ৫ বছর পর প্রবিণ নাগরিকরা সুদ পাবেন ১২৮৮৬ টাকা। অর্থাৎ সুদ আসন মিলে তিনি হাতে পাবেন ৭২ হাজার ৮৮৮ টাকা।

Advertisements