December Holiday List: অক্টোবর মাসে সারা দেশে ছিল উৎসবের মরশুম। আবারও ফিরে আসতে চলেছে সেই অবস্থা, কারণ সেরকমই ডিসেম্বর মাসে ভারতে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। আঞ্চলিক ছুটি হিসাব করলে বিভিন্ন আলাদা রাজ্য মিলিয়ে আগামী মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১৭ দিনের জন্য৷ ভারতের কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে আঞ্চলিক এবং জাতীয় ছুটির দিনগুলি রাজ্যভিত্তিক প্রকাশ করেছে। শুধুমাত্র যে ব্যাঙ্ক ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে তা নয় বিভিন্ন স্কুল -কলেজেও টানা ছুটি থাকবে এই ডিসেম্বর মাসে।
টানা ছুটির দিনগুলো কিভাবে কাটাবেন তার জন্য অবশ্যই দেখতে হবে এই ছুটির তালিকা। পাশাপাশি কোন দিনে ব্যাঙ্ক বা সরকারি অফিসের গুরুত্বপূর্ণ কাজ সেরে নেবেন সবকিছুই সবিস্তারে দেওয়া হল। প্রত্যেক মাসেই স্বাভাবিক নিয়ম অনুসারে প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। সেই হিসাব করলে ব্যাংক বন্ধ থাকবে পাঁচটি রবিবার এবং দুটি শনিবার। ডিসেম্বর মাসে (December Holiday List) যে দুই শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে সেগুলো হলো ১৪ই ডিসেম্বর ও ২৮শে ডিসেম্বর৷ ডিসেম্বর মাসে মোট পাঁচটি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই তারিখগুলি হল ১ই, ৮ই, ১৫ই, ২২শে, ২৯শে ডিসেম্বর৷
একাধিক রাজ্যে এইসময় যে উৎসবগুলি হয় তারমধ্যে উল্লেখযোগ্য হলো সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, পা-টোগান নেংমিঞ্জা সাংমা, ইউ সো থামের মৃত্যুবার্ষিকী, গোয়া লিবারেশন ডে, ক্রিসমাস ইভ, ক্রিসমাস, ক্রিসমাস সেলিব্রেশন, ইউ কিয়াং নাংবাহ এবং নিউ ইয়ার ইভ/লসং-এর উৎসবগুলি। এই উৎসবগুলি উপলক্ষে ডিসেম্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাজ্য ও দেশ-ভিত্তিক ব্যাঙ্ক ছুটির তালিকাগুলি হল:
আরো পড়ুন: ২৫ সালে কত দিন ছুটি পাবে সরকারি কর্মচারীরা? লম্বা ছুটি কি রয়েছে, দেখে নিন ছুটির তালিকা
- ৩রা ডিসেম্বর (মঙ্গলবার): সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের ফেস্টিভ্যাল উপলক্ষে (গোয়া)
- ১২ই ডিসেম্বর (বৃহস্পতিবার): পা-টোগান নেংমিঞ্জা সাংমা উৎসব (মেঘালয়)
- ১৮ই ডিসেম্বর (বুধবার): ইউ সো থামের মৃত্যুবার্ষিকী (মেঘালয়)
- ১৯শে ডিসেম্বর (বৃহস্পতিবার): গোয়া মুক্তি দিবস (গোয়া)
- ২৪শে ডিসেম্বর (মঙ্গলবার): ব্যাঙ্ক ছুটি থাকবে ক্রিসমাস ইভ (মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়)
- ২৫শে ডিসেম্বর (বুধবার): বড়দিন (সারা দেশ)
- ২৬শে ডিসেম্বর (বৃহস্পতিবার): ক্রিসমাস উদযাপন (মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়)
- ২৭শে ডিসেম্বর (শুক্রবার): ক্রিসমাস উদযাপন (নাগাল্যান্ড)
- ৩০শে ডিসেম্বর (সোমবার): ইউ কিয়াং নাংবাহ (মেঘালয়)
আরো পড়ুন: TRAI এর নির্দেশে নতুন বছর থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম
এছাড়াও ডিসেম্বরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত বিভিন্ন উপলক্ষ্যে স্কুল-কলেজেও ছুটি থাকবে। তার পাশাপাশি ১লা জানুয়ারিতেও নিউইয়ার হিসাবে বিভিন্ন রাজ্যের বেশ কিছু ব্যাংকে ছুটি দেওয়া হবে।