Tata Curvv: বৈদ্যুতিক এসইউভি কার্ভ লঞ্চ হয়েছিল অনেকদিন আগেই। সম্প্রতি এতে ICE ইঞ্জিন জুড়ে দিল টাটা। ভারতীয় বাজারে পেট্রোল এবং ডিজেল, দু’রকম ইঞ্জিনেই আত্মপ্রকাশ করল টাটা কার্ভ আইসিই মডেল। এর প্রারম্ভিক মূল্য হলো ৯.৯৯ লক্ষ টাকা। লঞ্চের পর অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত কার্ভ.EV এই দাম থাকবে। এরপর অবশ্য দামের পরিবর্তন হবে।
টাটা কার্ভ আইসিই (Tata Curvv) এই অত্যাধুনিক মডেলটি আপনারা পেয়ে যাবেন মোট ৮টি ভেরিয়েন্ট এবং ৬টি রঙের বিকল্পে। গ্রাহকরা তাদের পছন্দমত পেট্রোল বা ডিজেল চালিত কার্ভ কিনতে পারবেন কিন্তু তার জন্য গ্রাহককে অবশ্য প্রি বুকিং করতে হবে। যদি আপনারা লেটেস্ট অফার পেতে টাটার অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত ডিলারের কাছ থেকে কিনুন।। কার্ভ আইসিই 2 পেট্রোল (নতুন Hyperion Gasoline ডিরেক্ট ইনজেকশন ইঞ্জিন এবং 1.2 L Revotron Petrol Turbocharged ইঞ্জিন) এবং 1 L ডিজেল বিকল্প (1.5 L Kryojet ডিজেল ইঞ্জিন) সহ আসে। যেখানে সব ইঞ্জিন হয় একটি আদর্শ 6-স্পিড ম্যানুয়াল বা একটি 7-গতির DCT স্বয়ংক্রিয় গিয়ারবক্স।
টাটা কার্ভ হল এমন একটি গাড়ি যাতে হাইপেরিয়ন গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন ইঞ্জিন রয়েছে এটি খুব সহজেই ১২২ bhp এবং ২২৫ Nm টর্ক তৈরি করে। গাড়িটি (Tata Curvv ) স্ট্যান্ডার্ড ১.২১ টার্বো পেট্রোলের তুলনায় আরও শক্তিশালী যা নেক্সন সহ অন্যান্য টাটা মোটরস পণ্যগুলিকেও শক্তি দেয়৷ ভেরিয়েন্টের দিক থেকে কার্ভ 4টি ভ্যারিয়েন্ট পেয়েছে – Smart, Pure, Creative and Accomplished।
আরো পড়ুন: গাড়ির দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করতে মার্কেটে আসছে টাটা কার্ভ, এখন শুধু সময়ের অপেক্ষা
টাটা কার্ভ আইসিই দেখতে একেবারে বৈদ্যুতিক মডেলের মতোই, যা সহজেই নজর কাড়ে। কিন্তু মডেল দুটিকে (Tata Curvv ) পৃথক করার জন্য নয়া মডেলের ভিতরে এবং বাইরে বেশ কিছু উপাদান যোগ করেছে কোম্পানি। এর ফ্রন্ট গ্রিল সামান্য আলাদা। কিন্তু এলইডি হেডলাইটগুলো একই রকম। গাড়িতে রঙের যে বিকল্পগুলি পাওয়া যায় সেগুলো হলো গোল্ড এসেন্স, ডেটোনা গ্রে, প্রিস্টাইন হোয়াইট, ফ্লেম রেড, পিওর গ্রে এবং অপেরা ব্লু রয়েছে। একাধিক অত্যাধুনিক ফিচারস আছে এতে যেমন, ১২.৩-ইঞ্চি টাচস্ক্রিন এবং ১০.২৫ -ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি JBL ব্র্যান্ডেড অডিও সিস্টেম, লেভেল 2 ADAS, ড্রাইভার ড্রিভেন টেকনোলজির ইত্যাদি।
গাড়িটিতে এছাড়াও আছে আরামদায়ক সিটের এবং প্যানোরামিক সানরুফ। কার্ভ-এর এর সাথে Hyundai Creta, Maruti Suzuki Grand Vitara এবং Kia Seltos প্লাস Toyota Hyryder-এর সঙ্গে এবার জোরদার টক্কর হতে চলেছে। সেপ্টেম্বরেই বিভিন্ন সংস্থা তাদের নতুন গাড়ির মডেল বাজারে নিয়ে আসছে। গ্রাহকরা বহুদিন ধরেই এই গাড়িগুলির জন্য অপেক্ষা করছেন। এই গাড়িগুলির মধ্যে রয়েছে ICE ভার্সনের মডেল, সিএনজি মডেল ইত্যাদি।