Yamaha FZ: চোখ ফেরাতে মন চাইবে না! দেখে নিন Yamaha-র এই বাইকের দাম থেকে ফিচার সবকিছু

Take a look at Yamaha FZ price to features at a glance: ভারতীয় মার্কেটে অত্যাধুনিক বাইকের চাহিদা সর্বদাই বেশি। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিভিন্ন সংস্থার নিত্যনতুন বাইকের চাহিদা বেশি লক্ষ্য করা যায়। সম্প্রতি বাজারে লঞ্চ করেছে Yamaha FZ-X এর নতুন আপডেট। বহুদিন বাদে গ্রাহকদের জন্য নতুন চমক আনলো এই সংস্থা। এই আপডেট এডিশন এর (Yamaha FZ) দামেরও আমল পরিবর্তন ঘটেছে, এমনকি অন-রোড প্রাইসও পরিবর্তিত হয়েছে।

মূলত রং এবং ডিজাইনের ক্ষেত্রে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। কি কি ফিচারস পাওয়া যাবে এই নয়া বাইকটিতে (Yamaha FZ)? Yamaha FZ-X তে মোটরসাইকেল, হার্ডওয়্যার ও ইঞ্জিন বৈশিষ্ট্য একই আছে। এই বাইকটিতে পেয়ে যাবেন আপনি ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ১২.২৩ হর্সপাওয়ার এবং ১৩.৩ এনএম টর্ক সৃষ্টি করতে পারে, এছাড়া থাকবে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকটির সর্বোচ্চ গতি হলো ১১৫ কিমি প্রতি ঘণ্টা এবং ওজন ১৩৯ কেজি। ফিচার্সের মধ্যে পাবেন ফুল LED লাইটিং, USB চার্জিং পোর্ট, ট্র্যাকশন কন্ট্রোল, এলসিডি ডিসপ্লে এবং স্মার্টফোন কানেক্টিভিটি। ফিচার্স ও ইঞ্জিন খুব একটা পরিবর্তন হয়নি।

এখন জেনে নিন দেশের কোন শহরে সব থেকে সস্তায় পাওয়া যায় বাইক এবং কোথায় সব থেকে বেশি দাম। রাজধানী দিল্লিতে বাইকের দাম অনেকটাই কম আমার অন্যদিকে ব্যাঙ্গালুরুতে বাইক কিনতে গেলে খরচ করতে হবে বেশি টাকা। কলকাতা, হায়দরাবাদ ও আহমেদাবাদ শহরে বাইকের মূল্য মোটামুটি একই রকমের। কলকাতায় যে বাইকের অন-রোড প্রাইস ১.৬৫ লাখ টাকা, দিল্লিতে সেটা পাবেন ১.৫৪ লাখ টাকা এবং বেঙ্গালুরুতে ১.৭৯ লাখ টাকা। ইয়ামাহার এই নতুন বাইক (Yamaha FZ)আপনি পেয়ে যাবেন তিনটি আলাদা রঙে যেমন, ম্যাট কপার, ম্যাট ব্ল্যাক এবং ডার্ক ম্যাট ব্লু।

আরও পড়ুন 👉 Hero Splendor EV: লাগবে না একফোঁটা পেট্রোল! এবার নতুন অবতারে আসছে হিরো স্পেলন্ডর

কোম্পানি শুধু বাইকের আপডেট এডিশন (Yamaha FZ) এনেছে তা নয়, বিগত বছরে একদম নতুন দুটি মোটরসাইকেলও লঞ্চ করেছে ইয়ামাহা। যেমন- YZF R3 এবং MT 03, প্রিমিয়াম স্পোর্টস বাইক সেগমেন্টে লঞ্চ হয়েছে এই দুই মোটরসাইকেল। এই বাইকটির এক্স-শোরুম দাম রয়েছে ১.৩৭ লাখ টাকা। ইয়ামাহা FZ সিরিজের আর দুটি বাইক রয়েছে, সেগুলি হলো – FZ S FI যার দাম ১.২২ লাখ টাকা এক্স-শোরুম এবং FZS Fi V4 এর দাম হলো ১.২৯ লাখ টাকা এক্স শোরুম। দুটোতেই আপনি পেয়ে যাবেন ১৪৯ সিসি ইঞ্জিন। রঙের ক্ষেত্রে আছে কিছু পরিবর্তন।

ইতিমধ্যেই মার্কেটে yamaha এই নতুন বাইকের প্রতিপক্ষ হলো রয়্যাল এনফিল্ড হান্টার যার দাম ১.৪৯ লাখ, বাজাজ পালসার 150 যার দাম ১.১০ লাখ টাকা। হিরো এক্সট্রিম 160R, হন্ডা X-Blade, টিভিএস অ্যাপাচি 160 এবং সুজুকি গিক্সার 155 তালিকায় নাম আছে এদেরও। ইয়ামাহা FZ সিরিজ বাদে সম্প্রতি R15 বাইকও নতুন পেইন্ট স্কিম-সহ এই কোম্পানি লঞ্চ করেছে। যার মূল্য হল ১.৮২ লাখ টাকা (এক্স-শোরুম)। বাইকপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করতে 150 সিসি বাইকের বাজার জমিয়ে তুলেছে এই কোম্পানি।