PM Awas Yojana: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জনগণের সুবিধার্থে বিভিন্ন সময়ে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। গরিব এবং আর্থিক দিক থেকে দুর্বল মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠছে যে এই প্রকল্পের সুবিধা নিচ্ছে বহু অযোগ্য মানুষ। ভুল তথ্য দেখিয়ে এই সুবিধা নিয়ে নিচ্ছে সমাজের এমন কিছু মানুষ যাদের আদৌ প্রয়োজন নেই এই প্রকল্পের। আজকের প্রতিবেদনে জানতে পারবো সেই সম্পর্কেই।
আবাস যোজনা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) আসলে গরিব এবং আর্থিক দিক থেকে দুর্বল মানুষদের জন্য। কিন্তু আদতে বঞ্চিত হচ্ছেন তারাই। বারবার অভিযোগ সামনে আসছে যে, গরিব মানুষদের বঞ্চিত করে, আবাসের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অবৈধভাবে আবাস যোজনার সুবিধা নেওয়া হচ্ছে যা আইনত অপরাধ। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।। খতিয়ে দেখা হচ্ছে আবাস যোজনার আবেদন। তবে জানেন কি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেউ যদি জালিয়াতি করে সুবিধা গ্রহণ করেন বা টাকা নেন, তাকে পেতে হতে পারে কড়া শাস্তি।
প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) আসল উদ্দেশ্য হল গরিব এবং আর্থিক দিক থেকে দুর্বল মানুষদের ওপর পাকা ছাদ তৈরি করা। কিন্তু সেই উদ্দেশ্য সফল হচ্ছে না পুরোপুরিভাবে। বরং কিছু সুবিধাভোগী মানুষ এই সুযোগের অপব্যবহার করছে। যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিরাই সুবিধা নিচ্ছে এই প্রকল্পের। তার জন্য আবাস যোজনার আবেদনে একাধিক শর্তাবলীও আরোপ করা হয়েছে। কিন্তু অনেকেই ভুয়ো তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আবাসের সুবিধা নেন।
আরও পড়ুন:Toto Registration and Licence: টোটো চালানো আর সবার পক্ষে সম্ভব নয়, প্রশাসন চালু করল নয়া নিয়ম
কোন ব্যক্তি যদি আবাস যোজনার (PM Awas Yojana) আর্থিক সুবিধা লাভ করার জন্য ভুয়ো তথ্য দিয়ে থাকেন, তার জন্য অপেক্ষা করছে চরম শাস্তি। এটি আইনত অপরাধ। ভারতীয় ন্যয় সংহিতার অধীনে আর্থিক জরিমানা বা জেল কিংবা উভয়ই শাস্তি পেতে হতে পারে। আর্থিক জরিমানার অংক নির্ভর করবে তার অপরাধের সীমার ওপর।
তবে নিয়ম যা বলছে তা হলো, কোন ব্যক্তি যদি আবাস যোজনা সুবিধা নিয়ে প্রতারণা করে থাকেন তাহলে তাকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড পেতে হতে পারে। পাশাপাশি সেই ব্যক্তিকে দিতে হবে জরিমানা। অপরাধ প্রমাণিত হলে, অপরাধীকে আবাস যোজনায় প্রাপ্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে। সেই ব্যক্তি কখনই কোনরকম সরকারি প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে দুর্নীতি করার আগে তাই ভেবে নিন বারংবার।