Talking Martin: অবিকল মানুষের কটকট করে ঝগড়াও করছে শালিক! ভিডিও না দেখলে মিস

Prosun Kanti Das

Published on:

A Martin bird is talking with its master: বর্তমানে সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দিনের মধ্যে বেশ কিছুটা সময় প্রায় সকলেই কাটায়। বেশ কিছু মানুষ এর নেশায় রীতিমতো বুঁদ। বিভিন্ন ধরনের খবরাখবর সহজেই পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। আবার এই প্ল্যাটফর্মগুলিতেই নানারকম অদ্ভুত ছবি ও ভিডিও ঘোরাফেরা করে, যা চমকে দেয় নেটিজেনদের। বেশিরভাগ মজাদার ছবি ও ভিডিও অনেকেই তাদের বন্ধু বান্ধব ও প্রিয়জনেদের মধ্যে শেয়ার করেন। এমনই ধরনের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। বহু পশু পাখির ভিডিও খুব সহজেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এক শালিক (Talking Martin) একদম মানুষের মত কথা বলছে, এমনকি ঝগড়াও করছে।

সম্প্রতি মানবজীবন সোশ্যাল মিডিয়া ছাড়া একেবারে অচল। এই ডিজিটাল প্ল্যাটফর্মের দরুন কখনও নাচ, কখনও গান, কখনও আবার হাসি মজার ভিডিও প্রতিনিয়তই দেখা যায়। প্রায় কিছু না কিছু ভিডিও ভাইরাল হয়ে চলেছে এই দুনিয়ায়। শুধু কি মানুষেরই কীর্তিকলাপ দেখা যায়? মোটেই নয়, মানুষ থেকে শুরু করে নানান পশুপাখির কীর্তিকলাপও উঠে আসছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কথা বলা শালিকের (Talking Martin) ভিডিও খুব তাড়াতাড়ি মন জয় করেছে সবার।

বিভিন্ন রকমের ভিডিও এর মধ্যে এই ভিডিওটি সত্যি অন্যরকম। সোশ্যাল মিডিয়ায় পশু পাখিদের ভিডিও হামেশাই দেখা যায়। কেনো এই পাখির ভিডিওটি এত ভাইরাল হলো? কেনোই বা ভেসে উঠেছে নেটপাড়ায়? চলুন দেখে নেওয়া যাক!

সবাই জানে যে তোতা, ময়না কিংবা টিয়া জাতীয় পাখিরা কথা বলতে পারে। কিন্তু ঝগড়ুটে শালিক (Talking Martin) পাখিটিও যে সুন্দর মানুষের মত কথা বলছে তা শুনে অবাক লাগলেও আবারও দেখা গেল এই বিরল দৃশ্য। গোটা নেট দুনিয়াতে যে ভিডিওটি সম্প্রতি নতুন করে ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একটি শালিক পাখি অবিকল মানুষের ভাষায় কথা বলছে। এমনকি তার মালিকের সঙ্গে সমানতালে একনাগাড়ে খুব তর্ক করে চলেছে শালিক পাখিটি। আর নিমেষেই এই শালিক পাখির কথা বলার মজাদার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি উঠোনে বসে আছে শালিক পাখিটি। পাখিটির পাশে বসে আছে তার মালিক। শালিক পাখিটি মাঝে মাঝে তার পা দিয়ে মাথা চুলকাচ্ছে, আর তার মালিক অনবরত তার সাথে কথা বলে চলেছে। ব্যক্তিটি পাখিটিকে যখন জিজ্ঞাসা করছে কে কথা বলছে, তখন পাখিটি তার উত্তরে জবাব দিচ্ছে সে নিজেই কথা বলছে। এছাড়াও ভিডিওটিতে পাখিটির আরো সুন্দর কথা শোনা গেছে।