বিয়ে হোক অথবা ঘরোয়া অনুষ্ঠান, দেদার মদ্যপানে ছাড়, শুধু করতে হবে এই কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিয়ে অথবা অন্য কোন অনুষ্ঠানে মদ পান করা এখন যেন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। বরযাত্রী, কনে যাত্রী থেকে শুরু করে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশকে চুমুক দিতে দেখা যায় মদের পেয়ালায়। সামান্য হলেও চুমুক দিয়ে মেজাজ ফুরফুরে করে নেওয়া হয়। তবে বহু ক্ষেত্রেই আইনি প্যাচের জন্য দেদার মদ্যপান হয় না। কিন্তু এবার বিয়ে বাড়ি হোক অথবা ঘরোয়া কোন অনুষ্ঠান দেদার মদ্যপান করতে কোন বাধা থাকছে না।

Advertisements

নতুন একটি নিয়ম অনুসারে এবার কনফারেন্স হল, কনভেনশন সেন্টার, ম্যারেজ হল, ব্যাংকুয়েট হল, স্পোর্টস স্টেডিয়াম ও ঘরোয়া কোনও অনুষ্ঠানেও মদ পরিবেশনে অনুমতি দেওয়া হবে। এই অনুমতির ফলে এই সকল অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নির্দ্বিধায় দেদার মদ্যপানে মত্ত হতে পারেন। তবে নতুন এই নিয়ম অনুসারে শুধুমাত্র একটি কাজ সেরে নিতে হবে।

Advertisements

নতুন নিয়ম অনুসারে কনফারেন্স হল, কনভেনশন সেন্টার, ম্যারেজ হল, ব্যাংকুয়েট হল, স্পোর্টস স্টেডিয়াম ও ঘরোয়া কোনও অনুষ্ঠানেও মদ পরিবেশনের জন্য লাইসেন্স নিতে হবে। এই ধরনের বিশেষ লাইসেন্সের ব্যবস্থা করেছে তামিলনাড়ু সরকার। তামিলনাড়ু সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বিশেষ এই লাইসেন্সের বিষয়টি জানানো হয়েছে।

Advertisements

এই নিয়ম জারি হওয়ার আগে পর্যন্ত কেবলমাত্র ক্লাব অথবা স্টার হোটেলগুলিতে বিয়ের অনুষ্ঠান অথবা ঘরোয়া কোন অনুষ্ঠানে মদ পরিবেশনের অনুমতি ছিল। তবে সম্প্রতি স্বরাষ্ট্র, নিষিদ্ধকরণ ও আবগারি দফরের তরফে এই বিশেষ লাইসেন্সের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বলা হয়েছে, আন্তর্জাতিক/জাতীয় শীর্ষ সম্মেলন ও ইভেন্ট/কনফারেন্স/সেলিব্রেশন/ফেস্টিভ্যাল ইত্যাদিতে অতিথি, দর্শক ও অংশগ্রহণকারীদের অ্যালকোহল পরিবেশন করার জন্য এফএল ১২ (F.L.12) বিশেষ লাইসেন্স জারি করা হবে।

এই লাইসেন্স নেওয়ার জন্য যে টাকা খরচ করতে হবে তা সম্পর্কে জানা গিয়েছে, পৌরনিগম এলাকায় বিশেষ লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বার্ষিক রেজিস্ট্রেশন ফি ১ লক্ষ টাকা, পৌরসভা এলাকার জন্য তা ৭৫,০০০ টাকা এবং অন্যান্য এলাকার জন্য তা ৫০,০০০ টাকা।

Advertisements