নিজস্ব প্রতিবেদন : সাধের মোটরবাইক কেনার জন্য এক যুবক তিন বছর ধরে জমিয়েছিলেন ১ টাকার কয়েন। আর সেই এক টাকার কয়েন দিয়েই নিজের স্বপ্ন পূরণ করলেন। যদিও ওই যুবকের স্বপ্ন পূরণ করার জন্য হিমশিম খেতে হয় শোরুম কর্তৃপক্ষকে। এই বিপুলসংখ্যক কয়েন শোনার জন্য বেশ কয়েকজন কর্মী মিলে মোট ১০ ঘন্টা সময় অতিবাহিত করতে হয়।
ঘটনাটি উদ্ভট হলেও একটু গভীরভাবে ভাবলে ওই শোরুম কর্তৃপক্ষ ওই যুবকের স্বপ্ন পূরণ করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়। কারণ আমরা জানি প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো স্বপ্ন থাকে। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা অনেক কিছুই করেন। সেই ভাবেই এই যুবকও নিজের স্বপ্ন পূরণ করার জন্য সঞ্চয় করেন, তবে তা হয়তো খুচরোর বিনিময়ে।
২.৬ লাখ টাকার খুচরো দিয়ে মোটরবাইক কেনার এমন ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমে। সেখানকার ভি ভূপতি নামে বছর ২৯-এর এক যুবক তার স্বপ্ন পূরণ করার জন্য এমন পদক্ষেপ নেন। তিন বছর ধরে তিনি এই টাকা সঞ্চয় করেন এবং সম্প্রতি সেই টাকা দিয়ে নিজের স্বপ্নের বাইক কিনতে সক্ষম হন।
এই বিষয়ে ওই যুবক জানিয়েছেন, তিন বছর আগে তিনি তার শখের বাইকটির খোঁজ নিয়েছিলেন। সেই সময়ই বাইকটির দাম ছিল দু’লাখ টাকার কিছু বেশি। তবে সেই সময় তার কাছে টাকা না থাকার কারণে তিনি তা কিনতে পারেননি। তবে তখন থেকেই তিনি কয়েন জমা করা শুরু করেন। দেখতে দেখতে বাইকের দাম বাড়লেও জমানো টাকা বাইক কেনার মত হতেই তিনি বাইকটি কিনে নেন।
ভি ভূপতি আম্মাপেটের গান্ধী ময়দানের বাসিন্দা। তিনি একটি বেসরকারি সংস্থার কম্পিউটার চালানোর কাজ করেন। এর পাশাপাশি তিনি নিজের একটি ছোট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন। যে সময়ে তিনি বাইক কেনার স্বপ্ন দেখেছিলেন সেই সময় তার কাছে টাকা ছিল না। এরপর তিনি সিদ্ধান্ত নেন, ইউটিউব চ্যানেল থেকে যে অর্থ উপার্জন করবেন তা জমা করে বাইক কিনবেন। কিন্তু নোট জমা করার ফলে যদি খরচ হয়ে যায় এই কথা ভেবে খুচরো টাকা জমা করতে শুরু করেন।
Tamil Nadu man buys dream bike of Rs 2.6 lakh with Re 1 coins saved over 3 years, store takes 10 hours to count
Read: https://t.co/IDC1fiI6WW pic.twitter.com/c3SRtAWMLp
— The Times Of India (@timesofindia) March 28, 2022
In Tamil Nadu’s Salem, V Bhoopathi, a 29-year-old, bought a bike worth Rs 2.5 lakh, paying the price in Rs 1 coins. The dealer took 10 hours to count the cash. In visuals, Bhoopathi with the bike and coins. @TheQuint pic.twitter.com/nr1DgPxq9t
— Nikhila Henry (@NikhilaHenry) March 28, 2022
তিনি ইউটিউব চ্যানেল থেকে যে অর্থ উপার্জন করতেন সেই অর্থ নিয়ে মন্দির, বিভিন্ন দোকান ইত্যাদিতে গিয়ে খুচরো করে নিতেন এবং জমা করতেন। তবে এই খুচরো দিয়ে ওই যুবক বাইক কিনতে সক্ষম হলেও শোরুম কর্তৃপক্ষ অসুবিধার সম্মুখীন হন। এই বিষয়ে ওই শোরুমের ম্যানেজার জানিয়েছেন, “২ হাজার টাকার নোটে যদি ১ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দেওয়া হয়, তাহলে শুধুমাত্র টাকা গোনার জন্য আলাদা করে দিতে হয় ১৪০ টাকা। ২ লক্ষ ৬০ হাজার কয়েন দিলে ভাবুন ব্যাংক কী বলবে?” তবে তা সত্ত্বেও ওই শোরুম ম্যানেজার ওই যুবককে তার পছন্দের বাইক দেন কেবলমাত্র ওই যুবকের বাইকের প্রতি ভালোবাসা দেখেই বলে জানিয়েছেন।