শোওয়ার ঘর থেকে টয়লেট, অটোতেই আস্ত বাড়ি বানিয়ে তাক লাগালেন যুবক

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২৩ বছরের এন জি অরুণ প্রভু এমন গাড়ি-বাড়ি বানিয়েছেন যা রাস্তাতে যেমন চলবে তেমন বাড়ির মতো থাকা যাবে আরাম করে। একটি অটোকে বাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেশবাসীকে। যে অটো গাড়ির ভিতর ছোট পরিসরে আছে শোওয়ার জায়গা, রান্না জায়গা, বাথরুম, টয়লেট, জলের ট্যাঙ্ক, সোলার সিস্টেম। থাকার সঙ্গে সঙ্গে অনায়াসে এই অটো গাড়ি-বাড়িকে যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে।

Advertisements

Advertisements

ভারতের মতো জনবহুল দেশে যেখানে জায়গা অল্প ও চড়া দামের সেখানে এই ধরনের ক্যারাভান জাতীয় গাড়ি-বাড়ি হয়ে উঠতে পারে খুব জনপ্রিয়। চেন্নাইয়ের আর্কিটেকচার কলেজের অরুণ প্রভু গবেষণা করছিলেন বস্তি এলাকায় ছোট পরিসরে স্বাস্থ্য সম্মত বাড়ি বানানো নিয়ে।

Advertisements

তিনি জানান, “আমি চেন্নাই ও মুম্বাইয়ের বস্তি এলাকা নিয়ে গবেষণা করছিলাম। তখন আমি অনুভব করি, এই এলাকায় সঠিক ডিজাইন করে শোবার ঘর, বাথরুম ও অনান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গা তৈরি করে বসবাস যোগ্য ঘর বানানো সম্ভব।”

স্নাতক হওয়ার পরই অরুণ পাঠক প্রচার চালাতে শুরু করেন বসবাস যোগ্য চলমান গাড়ি-বাড়ির। বিশেষ করে ছোট্ট অটোর ভিতর বসবাস যোগ্য বাড়ি নির্মাণ নিয়ে। প্রথমে এর জন্য ১ লাখ টাকা খরচ করেন। ১ লাখের ভিতরেই আছে অটোর দাম। ৩৬ স্কোয়ার ফুটের এই অটো বাড়িতে দুইজন আরাম করে থাকতে পারবে।

অরুণ প্রভুর মতে, “আমার উদ্দেশ্যই ছিল মানুষকে দেখানো ছোট জায়গায় কেমন করে ঘর বানানো যায়। এই চলমান গাড়ি-বাড়ি সুবিধা দেবে পরিযায়ী নির্মাণ শিল্পের শ্রমিকদের এবং প্রাকৃতিক বিপর্যয়ে ঘরহীন মানুষদের।”

অরুণ প্রভুর জন্ম তামিলনাড়ুর নমককল শহরে। যে শহর বিখ্যাত গাড়ির বডি নির্মাণ ও পোল্ট্রি ফার্মের শহর হিসাবে। একজন আর্ট ও ডিজাইনের ছাত্র হয়ে কেন চলমান অটো রিকশাতে গাড়ি বানাচ্ছেন।

এর উত্তরে তিনি শুনিয়েছেন, “৬×৬ এর এই চলমান গাড়ি-বাড়ি শিল্পী, ভ্রমণ পিপাসু, গৃহহীন মানুষ এমনকি ছোট ছোট ব্যবসাদারদের পক্ষে খুব সহায় হয়ে উঠবে। অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষদের কথা মাথায় রেখেই এর ডিজাইন বানায় আমি। এটা যেমন বসবাস যোগ্য তেমন বাণিজ্যিক উদ্দ্যেশে ভালোভাবে ব্যবহার করা সম্ভব হবে।”

২০১৯ সালে এই গাড়ি-বাড়িটি নির্মাণ শুরু করেন। তৈরি করতে সময় লাগে প্রায় পাঁচ মাস। পুরনো গাড়ির বডি পার্টস ও ভাঙা গাড়ির অংশ দিয়ে এই গাড়িটি বানান তিনি। শক্তপোক্ত যাতে হয় তার দিকে নজর দেন। সেই সঙ্গে গাড়ির মডেলে নতুনত্ব আনেন। গাড়ির অংশগুলিকে যেমন সহজে খোলা যাবে তেমন‌ সাপোর্ট দেওয়ার জন্য আছে শক্ত স্ট্যান্ড। এই বাড়িটিকে যেকোন অটোতে লাগানো যাবে। এমন ভাবেই নির্মাণ করেছেন এই গাড়ি। নিজের ফার্ম বিলবোর্ড কালেক্টিভে এই ধরনের চারটি প্রজেক্ট নিয়ে বর্তমানে কাজ করছেন। যেটি ২০১৮ সালে তিনি শুরু করেন।

ইতিমধ্যেই তিনি তার কাজের জন্য পেটেন্টের আবেদন করেছেন। এই পেটেন্ট পেলে আরও নতুন নতুন ডিজাইন বানাতে পারবেন যা সমস্যা সমাধান করবে ছোট জায়গায় বাসস্থান নির্মাণের।

Advertisements